IND Vs SL Final, Innings Highlights: সিরাজের আগুনে বোলিংয়ে ছারখার শ্রীলঙ্কা, এশিয়া কাপ জিততে ভারতের লক্ষ্য ৫১
IND vs SL: মাত্র ১৬ বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ।
কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) মুখ পুড়ল শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team)। নিজেদের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় নিম্নতম স্কোর মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেল লঙ্কানরা। বল হাতে ভারতের (Indian Cricket Team) হয়ে আগুন ঝরালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি একাই ছয় উইকেট নেন। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) নেন তিন উইকেট। অপর উইকেটটি নেন যশপ্রীত। অষ্টমবার এশিয়া কাপ জিততে ভারতের লক্ষ্য মাত্র ৫১ রান।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের খানিকটা পরেই এদিন খেলা শুরু হয়। ভারতীয় দলে অক্ষর পটেলের বদলি হিসাবে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দরের কথা কয়েক ঘণ্টা আগেই ঘোষণা করা হয়েছিল। দ্বীপরাষ্ট্রে পৌঁছেই মাঠে নেমে পড়েন তিনি। তবে টস জিততে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। অবশ্য লঙ্কান ব্যাটাররা কিন্তু তাঁর সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি।
ইনিংসের প্রথম ওভারেই কুশল পেরিরাকে সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা। এরপর মহম্মদ সিরাজের স্বপ্নের স্পেল। একের ওভারেই টারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন ভারতের তারকা ফাস্ট বোলার। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই পাথুম নিসাঙ্কাকে দুই রানে আউট করেন সিরাজ। পয়েন্টে অনবদ্য ক্যাচ ধরেন রবীন্দ্র জাডেজা। এরপরের বলটি ডট হয়। তারপর দুই বলে সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আসালঙ্কাকে শূন্য রানে আউট করেন সিরাজ। হ্যাটট্রিক বলে অবশ্য ধনঞ্জয় ডি সিলভা চার মারেন। কিন্তু তার পরের বলেই দুরন্ত ইনসুইংয়ে ধনঞ্জয়কে ফেরান তিনি। এখানেই শেষ নয়। নিজের পরের ওভারে দুরন্ত আউট সুইংয়ে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকার উইকেট ছিটকে দেন সিরাজ।
মাত্র ১৬ বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ভারতের তারকা বোলার। দ্রুততম বোলার হিসাবে (বলের নিরিখে) শ্রীলঙ্কান কিংবদন্তি চামিণ্ডা ভাসের কৃতিত্বে ভাগ বসান সিরাজ। দুরন্ত ফর্মে থাকা কুশল মেন্ডিস খানিকটা লড়াই করার চেষ্টা করেন। তবে তাঁর ১৭ রানের ইনিংসও সমাপ্ত করেন সিরাজই। শ্রীলঙ্কান লোয়ার অর্ডারকে আউট করে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে দেন হার্দিক পাণ্ড্য। তিনি মাত্র তিন রান খরচ করেই তিনটি সাফল্য পান। কুশল মেন্ডিস বাদে একমাত্র দুশান হেমন্তই শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের রান (অপরাজিত ১৩) করতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: তাঁর হাতেই ক্রিকেটে হাতেখড়ি কোহলির, আজও ২২ গজে 'বিরাট' রাজ দেখতে চান রাজকুমার