Asia Cup 2023: রাহুল আনফিট হলেও, এশিয়া কাপের জন্য তৈরি শ্রেয়স, সাফ জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে নিজেদের অনুশীলন সারছে।
বেঙ্গালুরু: এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য শ্রীলঙ্কার উদ্দেশে শীঘ্রই উড়ে যাবে ভারতীয় দল (Indian Cricket Team)। ৩০ অগাস্ট থেকে পাকিস্তান-নেপালের ম্যাচের মাধ্যমে এশিয়া কাপের সূচনা হলেও, ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হতে আরেকটু সময় রয়েছে। ২ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু টিম ইন্ডিয়ার এশিয়া কাপ অভিযান। তার আগে সাংবাদিক বৈঠকে দলের একাধিক বিষয় নিয়ে কথা বলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
এশিয়া কাপ শুরুর আগে টিম ইন্ডিয়ার অনুরাগীদের সবচেয়ে বড় উৎকণ্ঠা ছিল কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিটনেস নিয়ে। দুই মিডল অর্ডার ব্যাটারকেই এশিয়া কাপের দলে রাখা হলেও, দ্রাবিড় জানিয়ে দেন কেএল রাহুল এখনও ফিট নন। পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর দুই ম্যাচে খেলবেন না রাহুল। তবে শ্রেয়স আইয়ার কিন্তু সম্পূর্ণ ফিট বলেই জানিয়েছেন ভারতীয় কোচ।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'শ্রেয়স সম্পূর্ণ ফিট। ও অনুশীলন ক্যাম্পে অনেকক্ষণ ব্যাটিং, ফিল্ডিং করেছে। শুধুমাত্র ম্যাচই খেলেনি ও এই যা। ওকে আমরা বেশি করে ম্যাচ খেলাতে চাই। চাই ও যাতে মাঠে সময় কাটায় এবং আশা করি এশিয়া কাপে সেই সুযোগটা পাবে। ফিটনেসের পরিপ্রেক্ষিতে বলব ও খুবই খেটেছে এবং ব্যাটিংটাও বেশ ভাল করছে।'
বিশ্বকাপের আগে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়েই উদ্বিগ্ন ভারতীয় দলের সমর্থকরা। ঋষভ পন্থের বিশ্বকাপের আগে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাহুল ও শ্রেয়স ফিটনেসের দিকে সেই কারণেই আরও বেশি করে তাকিয়ে ছিলেন সকলে। এরা সকলেই চোটের কবলে পড়াটা খুবই দুর্ভাগ্যজনক বলে মেনে নিচ্ছেন রাহুল দ্রাবিড়।
'আমি আপনাদের ১৮-১৯ মাস আগেই স্পষ্টভাবে জানিয়ে দিতে পারতাম যে চার ও পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে আমরা কাদের ভাবছি। শ্রেয়স, রাহুল, ঋষভ পন্থই আমাদের বিকল্প ছিল। দুই মাসের ব্যবধানে তিনজনেরই চোটের কবলে পড়াটা ভীষণই দুর্ভাগ্যজনক। এমন হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এবং সকলেই দীর্ঘমেয়াদি চোট পায়। সকলকেই অস্ত্রোপ্রচারও করাতে হয়।', বলেন ভারতীয় কোচ। তবে অন্তত শ্রেয়স সম্পূর্ণ ফিট হওয়ায় ভারতীয় শিবিরে খানিকটা স্বস্তি ফিরবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতের অনুশীলন শিবিরে হাজির ঋষভ পন্থ