Asia Cup 2023: 'আমি নিজেও ওর বল বুঝি না', শ্রীলঙ্কা ম্যাচের পর কুলদীপ প্রসঙ্গে অকপট রাহুল
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট নেন তারকা স্পিনার কুলদীপ যাদব।
কলম্বো: এক ম্যাচ পাঁচ উইকেট, এক ম্যাচে চার। ২৪ ঘণ্টার মধ্যেই দুই দুইটি ম্যাচে বল হাতে ভারতের নায়ক হয়ে উঠলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পাকিস্তানকে নিজের স্পিনে ধরাশায়ী করেছিলেন। এবার শ্রীলঙ্কাও তাঁর স্পিনজালে আটকে গেল। মাত্র ২১৩ রানের পুঁজি নিয়েও, মূলত কুলদীপের চায়নাম্যান বোলিংয়েই সুপার ফোরে ৪১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় দল (Indian Cricket Team)।
কুলদীপের বোলিং সবথেকে ভালভাবে উইকেটের পিছন থেকে পরখ করে নেওয়ার সুযোগ ছিল কেএল রাহুলের (KL Rahul( কাছে। তিনি অবশ্য ম্যাচ শেষে নিজেই মেনে নিচ্ছেন কুলদীপের বোলিং তাঁরও সবসময় বোধগম্য হয় না। সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, 'ও তো দারুণ বল করছে। ওর বিরুদ্ধে উইকেটকিপিং করাটা আমি ভীষণ উপভোগ করি। তবে ও যা বল করছে, তাতে ফ্লাডলাইটের আলোয় আমার পক্ষেও অনেকসময় ওর বল বোঝা মুশকিল হয়ে যায়। আমি নিজেও সবটা বুঝতে পারি না। ও নতুন কিছু দক্ষতা রপ্ত করেছে এবং তা যে সুফল দিচ্ছে, তার প্রমাণ তো হাতেনাতে ধরা পড়ছে। ও দারুণ ছন্দে বল করে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করছে।'
তবে কুলদীপ চার উইকেট নিলেও এবং দল হারলেও, ম্যাচের সেরা নির্বাচিত হন তরুণ শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে (Dunith Wellalage)। বল হাতে তিনি একাই ভারতীয় টপ অর্ডারে ধস নামান। নেন পাঁচ উইকেট। ব্যাট হাতেও শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৪২ রানের অপরাজিত ইনিংসটি আসে তাঁর ব্যাট থেকেই। তবে পরেরবার থেকে আর রক্ষণ নয়, বরং ওয়ালালাগের বিরুদ্ধে আক্রমণেরই পন্থা বেছে নেবে টিম ইন্ডিয়া, আগেভাগেই পূর্বাভাস দিয়ে রাখলেন রাহুল যিনি এই ম্য়াচে মহামূল্যবান ৩৯ রানের ইনিংস খেলেন।
'ও একদম ঠিকঠাক বোলিং করেছে। পাঁচ উইকেট নিয়েছে এবং দলের হয়ে নিজের দায়িত্ব দুরন্তভাবে পালন করেছে। আমি ব্যাটে আসার আগে পর্যন্ত কিন্তু ওকেই শ্রীলঙ্কার সবথেকে ভয়ঙ্কর বোলার মনে হচ্ছিল। হয়তো পরেরবার আমরা ওর বিরুদ্ধে আগ্রাসনের পথ বেছে নেব।' দাবি ভারতের তারকা কিপার-ব্যাটারের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দ্রুততম জুটি হিসাবে ওয়ান ডে ক্রিকেটে পাঁচ হাজার রান করলেন রোহিত-বিরাট