Asia Cup 2023: অত্যাধিক বৃষ্টির কারণে বদল যেতে পারে এশিয়া কাপের ভেন্যু
Asia Cup: কলম্বোয় থেকে এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা। সেই ম্যাচগুলিই অন্যত্র আয়োজিত করা হতে পারে।
ক্যান্ডি: বৃষ্টির জন্য ক্যান্ডিতে আয়োজিত ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল। যা পূর্বাভাস তাতে সোমবার ভারত বনাম নেপালের ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এটাই ক্যান্ডিতে এশিয়া কাপের (Asia Cup 2023) শেষ ম্যাচ। এরপর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত হবে পাঁচটি সুপার ফোরের (Asia Cup 2023 Super Four) ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনাল। তবে সেখানেও আবহাওয়ার পূর্বাভাস খুব একটা ভাল নয়। সেই কারণেই এই ম্যাচগুলির ভেন্যু বদলে ফেলা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারত-নেপাল ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে রবিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে। কভার দিয়ে ঢেকে রাখতে হয়েছে পিচ। পূর্বাভাস অনুযায়ী সোমবার গোটা ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। ক্যান্ডি থেকে কলম্বোয় বর্তমানে বৃষ্টির প্রভাব আরও বেশি। সেই জন্যই উদ্বিগ্ন এশিয়া কাপের উদ্যোক্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই বিষয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আলোচনাও শুরু করেছে বলে খবর। এশিয়া কাপে আয়োজিত ছয়টি দলকেও এই সম্ভাব্য ভেন্যু বদলের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
কলম্বো থেকে ম্যাচ সরলে কোথায় এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজিত হতে পারে? এক পক্ষ আমিরশাহিতে এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনাল আয়োজনের প্রস্তাব সামনে এনেছিলেন। তবে সেখানে এই সময়ে গরমের জন্য এশিয়া কাপের আয়োজন সম্ভব নয়। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী হাম্বানতোতা এবং দাম্বুলাকে বিকল্প হিসাবে ভাবা হচ্ছে। দাম্বুলা ক্যান্ডির থেকে সড়কপথে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত। শ্রীলঙ্কার এই অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টি হয়। তাই এখানে বরুণদেবের ম্যাচে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা কম। তবে এক্ষেত্রে সমস্যা অন্য।
এক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আধিকারিকের দাবি অনুয়ায়ী দাম্বুলা এত অল্প দিনের মধ্যে এতগুলি ম্যাচ আয়োজন করার জন্য তৈরি হতে পারবে না। সেক্ষেত্রে হাম্বানতোতা ভাল বিকল্প হতে পারে। সুপার ফোরের ম্যাচগুলি ৬ সেপ্টম্বর থেকে শুরু হলেও, প্রথম ম্যাচটি খেলা হবে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে। শ্রীলঙ্কান লেগ শুরু সেই ৯ সেপ্টেম্বর থেকে। তাই এশিয়া কাপের উদ্যোক্তাদের সামনে এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে খানিকটা সময়ে রয়েছে। আশা করছে দিন দু'য়কের মধ্যেই এই বিষয়ে পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথ বাতিলের দাবি তুলেছিলেন, সেই ম্যাচেরই ধারাভাষ্য করে বিদ্রুপের শিকার গম্ভীর