PAK Vs SL, Innings Highlights: রিজওয়ানের দুরন্ত লড়াই, শ্রীলঙ্কাকে ২৫২ রানের টার্গেট দিল পাকিস্তান
PAK Vs SL: ষষ্ঠ উইকেটে ইফতিকার আমেদ ও মহম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে ১০৮ রান যোগ করেন।
![PAK Vs SL, Innings Highlights: রিজওয়ানের দুরন্ত লড়াই, শ্রীলঙ্কাকে ২৫২ রানের টার্গেট দিল পাকিস্তান Asia Cup 2023 Pakistan give target 253 runs against Sri Lanka Super 4 Innings highlights R Premadasa Stadium PAK Vs SL, Innings Highlights: রিজওয়ানের দুরন্ত লড়াই, শ্রীলঙ্কাকে ২৫২ রানের টার্গেট দিল পাকিস্তান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/14/eb72fb197c10c0b2e149761fc885546f1694707145613507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত এশিয়া কাপের (Asia Cup 2023) সেমিফাইনাল ম্যাচে নেমেছে পাকিস্তান (PAK vs SL)। সেই ম্যাচেই ব্যাট হাতে চাপের মুখে দুরন্ত ৮৬ রানের ইনিংসে নিজের দক্ষতা প্রমাণ করলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। তাঁর ও আব্দুল্লা শফিকের অর্ধশতরানে ভর করেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৫২ রান তুলল পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক তিন উইকেট নেন মাথিশা পাথিরানা।
এশিয়া কাপ ফাইনালে প্রথমবার ভারতের মুখোমুখি হতে হলে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। ম্যাচ ভেস্তে গেলেও শ্রীলঙ্কাই ফাইনালে পৌঁছবে। এমন পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে পাকিস্তান শুরটা একেবারেই ভালভাবে করতে পারেনি। ফখর জামান মাত্র চার রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক বাবরকে ব্যাট হাতে বেশ ভাল ছন্দে দেখালেও, কুশল মেন্ডিসের দুরন্ত স্টাম্পিংয়ে ২৯ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ভারতের বিরুদ্ধে কোহলি, রোহিতকে আউট করা দুনিথ ওয়ালালাগেই বাবরেও উইকেট নেন।
এসবের মাঝেও আব্দুল্লা শফিক কিন্তু নিজের খেলা চালিয়ে যান। ৫২ রানের সুন্দর ইনিংস খেলেন তিনি। তবে আব্দুল্লাকে পাথিরানা সাজঘরে ফেরানোর পরেই পাকিস্তান মিডল অর্ডারও ব্যর্থ হয়। ১৩০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আমেদ। ৭৮ বলে ধুঁয়াধার ১০৮ রান যোগ করেন ইফতিকার ও রিজওয়ান। নিজের অর্ধশতরানের দোরগোড়ায় ফিরতে হয় ইফতিকারকে। তাঁর সংগ্রহ ৪০ বলে ৪৭ রান।
Pakistan have put on a competitive total 👊
— ICC (@ICC) September 14, 2023
Can they defend this to reach the final? 🤔#AsiaCup2023 | #PAKvSL 📝: https://t.co/R3XMNYe6y2 pic.twitter.com/udV9y8O0Xc
ইফতিকার আউট হয়ে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকেন মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপে এখনও পর্যন্ত তাঁর ব্যাট শান্তই ছিল। কিন্তু দলের প্রয়োজনে সঠিক সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন পাক তারকা কিপার-ব্যাটার। পাথিরানার তিন উইকেট বাদে প্রমোদ মধুশান শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন। থিকসানা এবং ওয়ালালাগের সংগ্রহ একটি করে উইকেট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার জন্য সুখবর, অনুশীলনে ফিরলেন শ্রেয়স আইয়ার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)