Shoaib Akhtar: শ্রীলঙ্কা ম্যাচে ভারতের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ, সমালোচকদের জবাবে কী বললেন শোয়েব?
Asia Cup 2023, IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২১৩ রানের পুঁজি নিয়েও ৪১ রানে দুরন্ত জয় পায় ভারতীয় দল।
নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ২১৩ রানে পুঁজি নিয়েও ৪১ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। এই দুই জয়ের সুবাদেই প্রথম দল হিসাবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এরপরেই একদল পাকিস্তান সমর্থক ভারতের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলে। এবার সেই সমর্থকদের যোগ্য জবাব দিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।
আখতার সেই সমর্থকদের উদ্দেশে বলেন, 'আমি জানি আপনারা কী করছেন। তবে আমি অনেক মিম এবং মেসেজ পেয়েছি যেখানে বলা হচ্ছে ভারতীয় দল নাকি ম্যাচ ফিক্স করেছে। বলা হচ্ছিল পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার জন্য ইচ্ছা করে ম্যাচ হারছে। আপনারা জানেন কী বলছেন আপনারা? ওয়ালালাগে ও আসালঙ্কা নিজেদের সবটা উজাড় করে দিয়েছে। ২০ বছর বয়সি বাচ্চাটা ব্যাট হাতে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে পাঁচ উইকেট নিয়েছে। তারপরেও আমায় বিভিন্ন দেশ থেকে ফোন করা বলা হচ্ছে যে ভারত নাকি ইচ্ছা করে ম্যাচ হারছে।'
আখতার মনে করিয়ে দেন, ওই ম্যাচ জিতে ভারতীয় দলের সামনে ফাইনালে পৌঁছনোর সুযোগ ছিল, তারপরেও ম্যাচ হারতে চাওয়ার কোনও কারণ থাকতে পারে না। 'কী কারণে ওরা (ভারতীয় দল) ম্যাচ হারতে চাইবে? ওরা তো নিজেও ফাইনালে পৌঁছতে চায়। বোকার মতো কোনও কারণ ছাড়াই লোকজন মিম তৈরি করে ফেলেছে। ম্যাচে ভারত দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে। কুলদীপ যে খেলাটা খেলল, তা এক কথায় অনবদ্য। অল্প রানের পুঁজি নিয়ে বুমরার বোলিংটাও ছিল চমকপ্রদ।'
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে শ্রীলঙ্কা নাগাড়ে ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল। অস্ট্রেলিয়া বাদে নাগাড়ে এতগুলি ওয়ান ডে জেতার রেকর্ড আর কারুর নেই। দ্বীপরাষ্ট্রের সেই দুরন্ত জয়ের ধারা সমাপ্ত করে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলেই বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচটি ভারতের কাছে কিন্তু নিয়মরক্ষার ম্যাচই হয়ে গিয়েছে। সেই ম্যাচের আগেই শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার অনুশীলনে ফিরেছে, যা ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতীয় একাদশে শামির সুযোগ না পাওয়ার আসল কারণ জানালেন বোলিং কোচ মামব্রে