Abhishek Sharma: টি-টোয়েন্টি এশিয়া কাপে নতুন রেকর্ড অভিষেকের, ছক্কায় টেক্কা দিলেন রোহিতকে
Asia Cup 2025: টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক মরশুমে ৩০০ বা তার বেশি রান করার নজির গড়লেন অভিষেক। ৬ ম্য়াচে মোট ৩০৯ রান করেছেন তিনি।

দুবাই: স্বপ্নের ছন্দে রয়েছেন অভিষেক শর্মা। কুড়ির ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্যাটার ভারতীয় দলের জার্সিতে ওপেনিং স্লটে খেলার পর থেকে গত দেড় বছরে বিশ্বের তাবড় তাবড় বোলারদের সামনে ত্রাস হয়ে উঠেছেন। চলতি এশিয়া কাপে টানা তৃতীয় অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন বাঁহাতি এই তরুণ। পাকিস্তান, বাংলাদেশের পর সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। একই সঙ্গে নতুন রেকর্ডও গড়ে ফেললেন পঞ্জাবের এই তরুণ ব্যাটার।
টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক মরশুমে ৩০০ বা তার বেশি রান করার নজির গড়লেন অভিষেক। ৬ ম্য়াচে মোট ৩০৯ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবারের ম্য়াচে ৩১ বলে ৬১ রান করেন অভিষেক। তিনি একমাত্র ব্যাটার যিনি এই ফর্ম্য়াটে এশিয়া কাপে তিনশো বা তার বেশি রান করেছেন। তিনি টেক্কা দিয়েছেন পাকিস্তানের বাবর আজমকে। যিনি ২৮১ রান করেছিলেন এক মরশুমে টি-টোয়েন্টি এশিয়া কাপে। এছাড়া তালিকায় রয়েছেন বিরাট কোহলি (২৭৬ রান) ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (১৯৬ রান)। এখনও ফাইনাল বাকি। আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামবে ভারত। সেই ম্য়াচে নিজের রান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে অভিষেকের সামনে। উল্লেখ্য, এই ফর্ম্য়াটের এশিয়া কাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিকও এখন অভিষেকই। তিনি টেক্কা দিয়েছেন রোহিত শর্মাকে।
চলতি টুর্নামেন্টে প্রথম ম্য়াচে আমিরশাহির বিরুদ্ধে করেছিলেন ৩০ রান। এরপর গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে এসেছিল ৩১ রান। ওমানের বিরুদ্ধে ৩৮ রান করেন অভিষেক। এরপর সুপার ফোর আসতেই গিয়ার বদলে নিয়েছিলেন। টানা তিন ম্য়াচে তাঁর রান যথাক্রমে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪, বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১।
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয় ছিনিয়ে নিল ভারত। প্রথমে ব্য়াট করতে নেমে ২০২ রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে রান তাড়া করতে নেমে কার্যত একা হাতে শ্রীলঙ্কাকে জিতিয়ে দিয়েছিলেন পাথুম নিশাঙ্কা। ভারতের ২০২/৫ তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাথুমের। যোগ্য সঙ্গত করলেন কুশল পেরেরা। দুজনে মিলে ভারতীয় বোলারদের আতঙ্ক হয়ে উঠেছিলেন। কিন্তু খেলা গড়াল শেষ পর্যন্ত সুপার ওভারে। আর সেখানেই বাজিমাত করল সূর্যকুমার যাদবের দল। সুপার ওভারে অর্শদীপ সিংহের বলে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৫ বলে ২ রান তুলেই দুটি উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। বাঁহাতি অর্শদীপের অভিজ্ঞতা ভারতকে সুবিধাজনক জায়গায় রাখে। রান তাড়া করতে নেমে প্রথম বলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক।




















