India vs Pakistan: দুবারই ভারতকে হারাব! সূর্যকুমারদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের ফাস্টবোলার
Asia Cup 2025: এশিয়া কাপের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাক পেসার হ্যারিস রউফ ।

দুবাই: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ (Asia Cup 2025) । আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মহারণ । মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) । এবার এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে । এশিয়া কাপে দুটি গ্রুপ রয়েছে । এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান । গ্রুপ পর্বে একবার ছাড়াও সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে । ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ।
এশিয়া কাপের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাক পেসার হ্যারিস রউফ । এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরই দুবাই চলে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল । সেখানেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে তারা । নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটারেরা । সেখানেই প্রস্তুতি ম্যাচ চলাকালীন পাকিস্তানের পেসার রউফের একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে রউফ এক সমর্থকের প্রশ্নের উত্তরে ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রেখেছেন ।
পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ চলাকালীন এক সমর্থক রউফকে বলেন, 'ভারতের সঙ্গে দু'বার খেলা হবে পাকিস্তানের ।' সেটা শুনেই রউফ বলে ওঠেন, 'দু'বারই ওদের হারাব । ইনশাল্লাহ ।' যা শুনে পাক সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন । সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
যদিও পাল্টা বিদ্রুপ করা শুরু হয়েছে রউফকে । অনেকেরই মনে হয়েছে, মাঠের বাইরে বড় বড় কথা বললেও ম্যাচে ভাল খেলতে পারে না পাকিস্তান । চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়েই ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছিল । পাকিস্তানকে সেই ম্যাচে হেলায় হারিয়েছিল ভারত । গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল ভারত । ১২০ রানও তাড়া করতে পারেনি পাক দল ।
Haris Rauf on Pakistan vs India. 🇵🇰🔥 pic.twitter.com/1nywqFxGou
— Sheri. (@CallMeSheri1_) August 24, 2025
তার আগে ২০২৩ সালে ভারতের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে হেলায় হারিয়েছিল ভারত । ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হেরেছিল পাকিস্তান । সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে পাক দলের সাম্প্রতিক রেকর্ড বলার মতো নয় ।




















