IND vs PAK: ক্রমশ জোরাল হচ্ছে ম্যাচ বাতিলের ডাক, ভারত-পাকিস্তান লড়াই নিয়ে অবশেষে মুখ খুলল টিম ইন্ডিয়া
Asia Cup 2025: ভারত ও পাকিস্তান, দুই দলই দুরন্ত জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে।

দুবাই: ভারত ও পাকিস্তান (IND vs PAK), দুই দলই দুরন্ত জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীই সপ্তাহান্তে রবিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই দুই দলের ম্যাচ মানেই টানটান উত্তেজনা, রোমহর্ষক লড়াই। ম্যাচের বহু আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে। তবে এবারের ভারত-পাক ম্যাচটা যেন খানিকটা ভিন্ন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন প্রান্ত থেকে এই ম্যাচ বয়কটের ডাক উঠছে। এবার এই নিয়ে টিম ইন্ডিয়ার তরফে মুখ খুললেন সহকারী কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ যত এগিয়ে আসছে, ততই যেন আরও জোরাল হচ্ছে ম্যাচ বয়কটের ডাক। তবে সীতাংশু কোটাক জানিয়ে দিলেন দলের অন্দরে বাইরের এইসব আন্দোলন, বিতর্ক নিয়ে কোনওরকম আলাপ আলোচনাই হচ্ছে না। কোটাকের জানান এইসব বাইরের কোলাহলে কান না দিয়ে দলের নিজেদের লক্ষ্যে অটল থাকা, ভালভাবে ম্যাচের প্রস্তুতি নেওয়া জরুরি এবং দল তেমনটাই করছে।
শুক্রবার সাংবাদিকদের কোটাক বলেন, 'আমরা একবার এখানে চলে আসার পর আমাদের লক্ষ্য শুধু ভাল ক্রিকেট খেলা। এইটা বাদে আমাদের মাথায় আর কোনও চিন্তাভাবনা রয়েছে বলে আমার মনে হয় না। এই বিষয়েই আমরা ফোকাস করছি। খেলোয়াড় হোক বা আমরা, আমাদের সকলের ক্ষেত্রেই একবার যখন বিসিসিআই বলে দিয়েছে ওরা সরকারের নিয়ম মেনে এই ম্যাচ খেলবে, তখন আমরা কেবল দুরন্তভাবে নিজেদের প্রস্তুতি সেরে ম্যাচ খেলায় আগ্রহী। ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভারত-পাকিস্তান ম্যাচে যেমনটা সবসময় হয়ে থাকে। তো আমাদের সেইদিকেই নজর দেওয়া দরকার।'
প্রসঙ্গত, এই ম্য়াচের আগেই কিন্তু পাকিস্তান কোচ মাইক হেসেনের তরফে ভারতকে কার্যত হুঁশিয়ারিই দিয়ে রাখা হল। হেসনের মতে তাঁর দলেই বিশ্বের সেরা স্পিনার রয়েছেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমরা জানি ভারতীয় দল আত্মবিশ্বাস ফুটছে আর ওরা যেমনভাবে খেলেছে, তাতে এমনটা হবে নাই বা কেন। আমরা নিজেরাই দিন দিন একটু একটু করে নিজেদের উন্নতি সাধনে তৎপর। খুব সামনের দিকে তাকাচ্ছি না, তবে আমাদের সামনে যে বিশাল বড় পরীক্ষা অপেক্ষা করে আছে সেটা জানি। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে অপেক্ষা করে রয়েছি।'
দলের শক্তিশালী অঙ্গগুলি নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান কোচ জানান, 'আমাদের দলের ভাল বিষয় হল দলে পাঁচজন স্পিনার রয়েছে। আমাদের দলে বিশ্বের সেরা স্পিনার মহম্মদ নওয়াজ রয়েছে। দলে কামব্যাকের পর বিগত ছয় মাসে ওর ব়্যাঙ্কিংও সেটাই প্রমাণ করছে। এছাড়াও আবরার, সুফিয়ান ওর মতোই একই স্তরে ভাল বোলিং করেছে। সাইম আয়ুব তো এখন বিশ্বের সেরা দশ অলরাউন্ডের মধ্যে ঢুকে পড়েছে। ওর ভাল বোলিংয়ে ভর করেই এমনটা হয়েছে। সলমন আলি আগা তো বলই করেনি, ও কিন্তু পাকিস্তানের টেস্ট দলের স্পিনার।'




















