IND vs PAK: মহালয়ার রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের মহারণ, বিতর্ক সত্ত্বেও ভারত-পাক ম্যাচের রেফারি সেই পাইক্রফ্টই?
Andy Pycroft: পাইক্রফ্টের বিরুদ্ধে নিয়মলঙ্খনের অভিযোগ এনে এশিয়া কাপ থেকে অপসারিত করার দাবি তোলা হয়।

দুবাই: গত সপ্তাহের রবিবার ভারত ও পাকিস্তান (IND vs PAK), দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান দলের সদস্যদের সঙ্গে করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনায় উত্তাল হয় ক্রিকেটবিশ্ব। এই কাণ্ডে সরাসরি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে (Andy Pycroft) কাঠগড়ায় তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে নিয়মলঙ্খনের অভিযোগ এনে এশিয়া কাপ থেকে অপসারিত করার দাবি তোলা হয়। সেই অভিযোগ তো মানা হয়ইনি, উল্টে শোনা যাচ্ছে আগামীকাল ভারত-পাক দ্বৈরথেও ফের একবার পাইক্রফ্টকে ম্য়াচ রেফারির দায়িত্ব দেওয়া হচ্ছে।
কাল এশিয়া কাপের (Asia Cup 2025) 'সুপার ফোর'-এ আবারও দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে চলেছে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী পাইক্রফ্টকেই এই ম্যাচের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই পাইক্রফ্টকে ঘিরেই যত অভিযোগ। বুধবার এশিয়া কাপে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যা ছিল। এই ম্যাচের আগে আচমকা জানা যায় যে, টিমহোটেল ছেড়ে রওনাই হয়নি পাক দল। জানা যায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে যে আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, তা মানা না হলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পিসিবি। অবস্থান নির্ধারণ করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলার কথা জানায় পিসিবি।
সন্ধ্যার দিকে জানানো হয় যে, মাঠে যাচ্ছে পাক দল। কারণ, ভারত বনাম পাকিস্তান ম্যাচের করমর্দন কাণ্ডের জেরে নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। এ-ও দাবি করা হয় যে, পাইক্রফ্টের বিরুদ্ধে নাকি তদন্ত করার কথা জানিয়েছে আইসিসি। বুধবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে, ভারতীয় সময় রাত ৯টায় শুরু হয় পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ।
যদিও পিসিবির থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসির এক কর্তা জানান, মিথ্যাচার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলা হয়, আইসিসি পাইক্রফ্টের বিরুদ্ধে কোনও তদন্ত করছে না। পাশাপাশি এ-ও জানানো হয় যে, পাইক্রফ্ট দুঃখপ্রকাশ করেছেন ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটারেরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য নয়, বরং টসের সময় কিছু ভুল বোঝাবুঝির জন্য। তারপরেই উল্টে শোনা যায় পাকিস্তানের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারে আইসিসি।
খেলোয়াড় এবং ম্যাচ আধিকারিকদের জন্য নির্ধারিত এলাকায় কোনওরকম রেকর্ড করা নিষিদ্ধ। তবে পাইক্রফ্টের সঙ্গে পাক দলের অধিনায়ক সলমন আলি আগা ও কোচ মাইক হেসেনের সাক্ষাৎকারের ভিডিওটি সেখানেই করা হয় এবং তা সর্বসমক্ষে প্রকাশও করা হয়। এই মর্মে পিসিবিকে আইসিসির তরফে মেলও করা হয়েছে বলে খবর। সবমিলিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে, এরই মাঝে ফের একবার পাইক্রফ্ট দায়িত্ব পেলে কিন্তু ফের একবার বিতর্কের সম্ভাবনা প্রবল।




















