India vs Pakistan: ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ ঘিরে চারিদিকে সমালোচনার মাঝেই মুখ খুললেন ওয়াসিম আক্রম
Wasim Akram: নিজের জীব্বদ্দশায় ফের একবার ভারত বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ় দেখতে চান ওয়াসিম আক্রম।

নয়াদিল্লি: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে দল। ক্রমশই এগিয়ে আসছে এশিয়া কাপ (Asia Cup 2025), বাড়ছে উত্তাপ। যে কোনও টুর্নামেন্টেই ভারত বনাম পাকিস্তানের (India vs Pakisntan) ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে এবারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজন ঘিরেই যত বিতর্ক। অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচ আয়োজন করা একদমই অনুচিত। এবার এই নিয়ে মুখ খুললেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রম।
এশিয়া কাপে গ্রুপ পর্ব তো বটেই, দুই দলের জন্য সব ঠিকঠাকভাবে চললে তিনটি ম্যাচ পর্যন্ত খেলতে পারে দুই চিরপ্রতিদ্বন্বী। আক্রমের মতে পাকিস্তানিরা এই বিষয়ে শান্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচ হোক বা না হোক, তাতে পাকিস্তানের তেমন কিছুই যায় আসে না। আক্রমকে এক পডকাস্টে বলতে শোনা যায়, 'এশিয়া কাপের সূচি তো ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে এবং এবং এই নিয়ে বেশ সমালোচনা চলছে। ম্য়াচগুলি হোক বা না হোক, আমরা ঠিকঠাকই থাকব। খেলা তো চালিয়ে যেতেই হবে।'
বহু বছর ধরেই ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। আক্রম আশা করছেন এই দুই দেশের মধ্যে তাঁর জীবনদশায় আবার যেন টেস্ট ম্যাচের লড়াই শুরু হয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যেকার রাজনৈতিক অস্থিরতা নিয়ে আক্রমের মত, 'আমি তো কোনও রাজনৈতিক নই, তাই রাজনীতিটা বাদ রেখেই কথা বলব। ওরা ওদের দেশকে ভালবাসে, আমরা আমাদের দেশকে। তবে এর মধ্যে দিয়ে ভুলভাল যাতে কোনও কিছু না বলি, সেটা খেয়াল রাখতে হবে। দেশের সাফল্যের কথা বলার সময় খেয়াল রাখতে হবে এবং এটা ভারত, পাকিস্তান দুই দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এটা গোটাটা বল যত সহজ, করা নয়।'
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন আরেক পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটারর বাসিত আলিও। তিনি আক্রমের পরিপন্থী। তাঁর মতে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হওয়াই বরং ভাল। তবে এই চিন্তাধারার পিছনে কিন্তু একেবারে ভিন্ন কারণ রয়েছে। বাসিত আলির (Basit Ali) মতে এই ম্যাচ যদি আয়োজিত হয়, তাহলে কিন্তু পাকিস্তানের কপালে শনি নাচছে। তাঁর দাবি, 'ঠিক যেভাবে লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়নশিপে হয়েছিল, আমি প্রার্থনা করছি তেমনই এশিয়া কাপেও যাতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ না হয়। ওরা এত বাজে ভাবে হারাবে না।'
এইসবের মাঝে ১৪ সেপ্টেম্বর শেষমেশ কী হয়, সেইদিকে সকলের নজর রয়েছে।




















