Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল ভারত, তবে পাকিস্তানের সামনে ঝুলছে এলিমিনেশনের খাঁড়া
Indian Cricket Team: ভারতীয় দল দুই ম্য়াচ খেলে দুইটিতেই জয় পেয়েছে। এই দুই জয়ের ফলে ভারতীয় দলই বর্তমানে গ্রুপ 'এ'-র শীর্ষে রয়েছে।

দুবাই: জোরকদমে চলছে এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারতীয় দলের (Indian Cricket Team) এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে। তবে সেই ম্যাচের আগেই ভারতীয় দল এশিয়া কাপের 'সুপার ফোর'-এ নিজেদের জায়গা পাকা করে ফেলল। ওমানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহি ৪২ রানের বড় ব্যবধানে জয় পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে। তবে পাকিস্তানের কিন্তু চাপ বাড়ল।
ভারতীয় দল নিজেদের প্রথম দুই ম্যাচে ওমান এবং পাকিস্তানকে দূরমুশ করে জয় পেয়েছে। এই দুই জয়ের ফলে ভারতীয় দলই বর্তমানে গ্রুপ 'এ'-র শীর্ষে রয়েছে। ওমানের বিরুদ্ধে আমিরশাহি জয় পাওয়ার পর এটা নিশ্চিত যে এই গ্রুপে সর্বাধিক দুই দলই চার পয়েন্ট অর্জন করতে পারবে। তাই ভারতীয় দল প্রথম হোক বা দ্বিতীয় স্থানে হোক, শেষ চারে যাবেই। আপাতত পাকিস্তানই এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু আমিরশাহির জয়ে পাকিস্তানের চাপ বেড়েছে।
বুধবার, ১৭ সেপ্টেম্বর পাকিস্তান নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমিরশাহির বিরুদ্ধেই মাঠে নামবে। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই কিন্তু ভারতের সঙ্গে গ্রুপ 'এ' থেকে পরের রাউন্ডে পৌঁছবে। তাই আমিরশাহির বিরুদ্ধে পাকিস্তানের এই ম্যাচ কিন্তু মরণ-বাঁচন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এই ম্য়াচ আদৌ হবে কি না, সেই নিয়ে সংশয়ও রয়েছে বটে।
ক্রিকেটের প্রথা অনুযায়ী ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলান। ম্যাচ শেষেও দুই দলের কোচিং স্টাফ সহসকলেই একে অপরের সঙ্গে হাত মেলান, সৌজন্য বিনিময় করেন। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচে টসের পর সলমন আলি আগা ও সূর্যকুমার যাদব, দুই দলের দুই অধিনায়ক করমর্দন করেননি। ম্যাচ শেষেও দুই দলকে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। সুফিয়ান মুকিমের বলে সূর্য ছক্কা মেরে ম্য়াচ জেতানোর সঙ্গে সঙ্গেই শিবম দুবে ও সূর্যকুমার যাদবকে সোজা সাজঘরের দিকে হাঁটা লাগাতে দেখা যায়।
এই ঘটনার বিরুদ্ধেই ক্ষুব্ধ পাকিস্তান বোর্ড। তাঁরা এর বিরুদ্ধে আইসিসিকে চিঠি লিখেছেন বলে খবর। ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে দু'দলের দ্বন্দ্বকে প্রশয় দেওয়া ও নিয়মলঙ্ঘনের অভিযোগ এনেছে পিসিবি। পাইক্রফ্টকে অপসারণে দাবি তুলেছে তাঁরা। এর অন্যথা হলে পাকিস্তান এশিয়া কাপ বয়কট পর্যন্ত করতে পারে বলে পিসিবির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে আইসিসি কিন্তু পিসিবির এই আবেদন খারিজ করতে চলেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয় হবে।




















