Asia Cup 2025: এশিয়া কাপের জন্য জাতীয় দল নির্বাচন কবে? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
Indian Cricket Team: সূর্যকুমার যাদব বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স-এ নিজের ফিটনেস টেস্ট পাশ করেছেন।

মুম্বই: এশিয়া কাপের দল নিয়ে চর্চার শেষ নেই । কবে ভারতীয় দল ঘোষণা করা হবে, কারা সুযোগ পাবেন, যশপ্রীত বুমরা খেলবেন কি না, সূর্যকুমার যাদব কি ফিট, প্রশ্ন অনেক । সদুত্তর পাওয়া যাচ্ছিল না ।
তবে সোমবার রাতে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । জানিয়ে দিল, কবে ঘোষণা করা হবে এশিয়া কাপের (Asia Cup) ভারতীয় দল ।
কানাঘুষো চলছিল যে, ১৯ অগাস্ট, মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা করা হবে । অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । জানিয়ে দিল, মঙ্গলবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে নির্বাচনী বৈঠক হবে । এশিয়া কাপের দল বেছে নেওয়া হবে সেই বৈঠকে । নির্বাচনী বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করা হবে । সেখানেই হবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা । অধিনায়ক ও সিনিয়র নির্বাচক কমিটির প্রধান সেই সাংবাদিক বৈঠকে হাজির থাকবেন ।
জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারের চতুর্থ তলায় নির্বাচনী বৈঠক হবে । তারপর দুপুর দেড়টায় হবে সাংবাদিক বৈঠক । এদিন ভারতীয় মহিলা দলেরও নির্বাচনী বৈঠক হবে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও মহিলাদের ক্রিকেট বিশ্বপকাপের দল বেছে নেওয়া হবে সেই বৈঠকে ।
ভারতের এশিয়া কাপ দল নির্বাচন করার জন্য অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটির বৈঠকের আগে টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স-এ নিজের ফিটনেস টেস্ট পাশ করেছেন । অন্যদিকে, জাতীয় দলের তথা বিশ্ব ক্রিকেটের সেরা ফাস্টবোলার যশপ্রীত বুমরাও জানিয়ে দিয়েছেন যে, তিনি এশিয়া কাপে খেলার জন্য তৈরি ।
প্রশ্ন হচ্ছে, সূর্যকুমারই কি অধিনায়ক থাকবেন? টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে কি বড় দায়িত্ব দেওয়া হবে? এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফর্ম্যাটে, কেমন হবে ভারতীয় দল?
৯ সেপ্টেম্বর থেকে খেলা হবে ২০২৫ এশিয়া কাপ
২০২৫ সালের এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে । ফাইনাল ম্যাচটি ২৮ সেপ্টেম্বর খেলা হবে । এই বছর এশিয়া কাপে মোট আটটি দল অংশ নেবে । এই দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে । এশিয়া কাপের ম্যাচগুলি আবু ধাবি এবং দুবাইতে খেলা হবে । টিম ইন্ডিয়া টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর খেলবে ।




















