Pakistan Cricket Team: ক্ষমা চেয়েছেন বলে দাবি পাক ক্রিকেট বোর্ডের, সেই পাইক্রফ্টকেই ম্যাচ রেফারি রেখে বার্তা আইসিসির!
Asia Cup: বুধবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের । যে ম্যাচের আগে ঘটল বেনজির ঘটনা ।

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচে টসের পর কিংবা একপেশেভাবে জেতার পর সলমন আঘা কিংবা অন্য পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদব-সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারেরা । পাকিস্তান শিবির অভিযোগ তুলেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট (Andy Pycroft) টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে দেননি । পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে দাবি করা হয়েছিল, অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপে ম্যাচ রেফারির পদ থেকে সরাতে হবে । না হলে টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটে পারে পাকিস্তান ।
বুধবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের । যে ম্যাচের আগে ঘটল বেনজির ঘটনা । পাকিস্তান ক্রিকেট দল দুবাইয়ের টিমহোটেল ছেড়ে বেরলেনই না । বলা হল, পাকিস্তান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে সেই পাইক্রফ্টকেই দায়িত্বে রাখা হচ্ছে । প্রতিবাদে নিজেদের অবস্থান ঠিক করতে টিমহোটেলে বৈঠকে বসে পাক দল । পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি প্রাক্তন দুই পিসিবি চেয়ারম্যানের সঙ্গেও আলোচনা করেন । নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি ।
তবে শেষ পর্যন্ত ম্যাচ হচ্ছে । নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে । ভারতীয় সময় রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ । সেই ম্যাচই শুরু হচ্ছে ভারতীয় সময় রাত ন'টায় । দেরি করে মাঠে পৌঁছয় পাক দল । এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে যা বেনজির ঘটনা । তবে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে রেফারি হিসাবে থাকছেন অ্যান্ডি পাইক্রফ্টই ।
পাক ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন, অ্যান্ডি পাইক্রফ্ট ক্ষমা চেয়ে নিয়েছেন । বলা হয়েছে, 'আইসিসি-র ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন । অ্যান্ডি পাইক্রফট ভারত ও পাকিস্তান দুই দলের অধিনায়ককে ম্যাচের সময় করমর্দন করতে দেননি । অ্যান্ডি পাইক্রফ্টের সেই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড । ১৪ সেপ্টেম্বরের সেই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেছেন এবং ক্ষমা চেয়েছেন অ্যান্ডি পাইক্রফ্ট । আইসিসি গোটা ঘটনায় তদন্ত করে দেখবে বলে জানিয়েছে । ১৪ সেপ্টেম্বরের ম্যাচে আচরণবিধি ভাঙা হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ।'




















