IND vs PAK: সূর্যকুমারের নামে আইসিসির কাছে অভিযোগ পিসিবির, কড়া শাস্তির মুখে কি পড়বেন ভারত অধিনায়ক?
Suryakumar Yadav: আইসিসির কাছে সেই অভিযোগপত্র পাঠানোও হয়েছে। দৈনিক জাগরণে প্রকাশিত খবর অনুযায়ী সূর্যকুমার যাদবকে হয়ত আইনি লড়াই লড়তে হতে পারে।

দুবাই: গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে উৎসর্গ করেছিলেন। ম্য়াচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্যকুমার জানিয়েছিলেন সে কথা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও না কি কড়া পদক্ষেপ নিতে চলেছে। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক অভিযোগ দায়ের করা হয়েছে সূর্যকুমার যাদবের নামে। আইসিসির কাছে সেই অভিযোগপত্র পাঠানোও হয়েছে। দৈনিক জাগরণে প্রকাশিত খবর অনুযায়ী সূর্যকুমার যাদবকে হয়ত আইনি লড়াই লড়তে হতে পারে।
উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক বলেছিলেন, ''পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।'' সূর্যকুমারের নামে না কি দুটো অভিযোগ জমা দেওয়া হয়েছে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে নিয়োগ করেছে বিষয়টা দেখভালের জন্য। ভারতীয় ক্রিকেচ কন্ট্রোল বোর্ডের কাছে মেল পাঠিয়েছেন রিচার্ডসন। ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন সূর্যকুমার, এমনই অভিযোগ উঠেছে তাঁর দিকে। সূর্যকুমার যাদব যদি তাঁর ভুল স্বীকার করে নেন, তাহলে জরিমানা করবেন রিচার্ডসন। নইলে তদন্ত করা হবে। পিসিবি ও বিসিসিআইয়ের আধিকারিকরাও অংশ নেবেন এই তদন্তে।
ভারত এখনও পর্যন্ত এবারের এশিয়া কাপে একটি ম্য়াচও হারেনি। অপরাজিত থেকেই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সূর্যকুমারকে কড়া শাস্তির মুখে পড়তে হলে কিন্তু কিছুটা চাপ বাড়বে টিম ইন্ডিয়ার। কারণ সূর্যের নেতৃত্বে একটা ছন্দ কাজ করছে দলের মধ্যে। সেই ছন্দে ব্যঘাত ঘটবে।
এদিকে, ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের বন্দুকের সেলিব্রেশন ও বোলার হ্যারিস রউফের বিমানের ইশারা করার অঙ্গভঙ্গির বিরুদ্ধে বুধবার, ২৪ সেপ্টেম্বর বিসিসিআইয়ের তরফে আইসিসিতে অভিযোগ করেছে বলে খবর। NDTV-র এক রিপোর্টে বিসিসিআইয়ের তরফে এই অভিযোগ জানানোর বিষয়টি বলা হয়েছে। ফারহান ও রউফ যদি এই অভিযোগগুলি মানতে লিখিতভাবে অস্বীকার করেন, তাহলে এই মামলা বিচার হবে। সেক্ষেত্রে তাঁদের আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানির জন্য উপস্থিত হতে হবে। ফারহান ও শাহিবজাদা যদি ম্যাচ রেফারির সামনে নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাহলে তাঁরা শাস্তির মুখে পড়তে পারেন।
বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান তাঁদের সুপার ফোরের শেষ ম্য়াচে জয় ছিনিয়ে নিলে ফাইনালে কিন্তু ফের আরও একবার ভারত-পাক মহারণ দেখতে পাওয়া যাবে।




















