Asia Cup 2025: এশিয়া কাপে পাকিস্তান দলে রাখা হচ্ছে না এই মহাতারকাদের? জোর জল্পনা
Pakistan Cricket Team: এশিয়া কাপের (Asia Cup) জন্য পাকিস্তান ক্রিকেট দল থেকে বাদ পড়তে চলেছে একাধিক বড় নাম? জল্পনা তুঙ্গে।

করাচি: এশিয়া কাপের (Asia Cup) জন্য পাকিস্তান ক্রিকেট দল থেকে বাদ পড়তে চলেছে একাধিক বড় নাম? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানের দলে ফেরা খুবই কঠিন। সলমন আগার নেতৃত্বে ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদিকে সুযোগ দেওয়া হতে পারে বলেই খবর। কেমন হতে পারে পাকিস্তানের এশিয়া কাপের দল?
পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপে এ গ্রুপে রয়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। সমস্ত দল গ্রুপের অন্য দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে। শীর্ষে থাকা ২ দল সুপার ফোরে যাবে। এ গ্রুপ থেকে পাকিস্তান এবং ভারতই পরবর্তী পর্যায়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাবর আজম কি এশিয়া কাপে খেলবেন?
গত এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়কত্ব বাবরের হাতেই ছিল। তবে গত কয়েক মাস বাবরের ভাল কাটেনি। এই বছর বাবর কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, পিসিবি তাঁকে অনেক দিন ধরেই দলের বাইরে রেখেছে। তাঁর এশিয়া কাপ খেলা খুবই কঠিন। বুধবার শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও বাবরের ভাল কাটেনি। দ্বিতীয় ম্যাচে শূন্য এবং তৃতীয় ম্যাচে তিনি মাত্র ৯ রান করে আউট হন। টি-টোয়েন্টিতে শেষ ১১ ইনিংসে বাবর আজম কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি। টি-টোয়েন্টিতে বাবরের রেকর্ডে এক নজর -
- ম্যাচ: ১২৮
- ইনিং: ১২১
- রান: ৪২২৩
- সর্বোচ্চ স্কোর: ১২২
- স্ট্রাইক রেট: ১২৯.২২
- সেঞ্চুরি: ৩
- হাফসেঞ্চুরি: ৩৬
মহম্মদ রিজওয়ানের এশিয়া কাপের দলে থাকা কঠিন
বাবরের মতো প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক মহম্মদ রিজওয়ানও এই বছর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি, তিনিও ক্রমাগত এই ফরম্যাট থেকে বাদ পড়ছেন। তাঁরও এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হওয়া খুবই কঠিন। তাঁকে সরিয়েই টি-টোয়েন্টি দলের দায়িত্ব সলমন আলি আগার হাতে তুলে দেওয়া হয়, যদিও তাঁর নেতৃত্বেও দল এই বছর বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। মহম্মদ রিজওয়ানের টি-টোয়েন্টির রেকর্ড দেখুন -
- ম্যাচ: ১০৬
- ইনিং: ৯৩
- রান: ৩৪১৪
- সর্বোচ্চ স্কোর: ১০৪*
- স্ট্রাইক রেট: ১২৫.৩৭
- সেঞ্চুরি: ১
- হাফসেঞ্চুরি: ৩০
আফ্রিদিকে সুযোগ?
অভিজ্ঞ ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদিকে এশিয়া কাপের দলে জায়গা দেওয়া হতে পারে। তিনি স্যুইং করাতে পারদর্শী, যেদিন তিনি খেলবেন সে দিন যে কোনও ব্যাটিং বিভাগকে সমস্যায় ফেলতে পারেন। তবে ফখর জামান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন। এশিয়া কাপে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।
পাকিস্তানের সম্ভাব্য দল
সলমন আগা (অধিনায়ক), ফখর জামান, সইম আইয়ুব, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সাহেবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, আব্রার আমেদ, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
এশিয়া কাপে পাকিস্তানের সূচি
- ১২ সেপ্টেম্বর - বনাম ওমান (দুবাই)
- ১৪ সেপ্টেম্বর - বনাম ভারত (দুবাই)
- ১৭ সেপ্টেম্বর- বনাম সংযুক্ত আরব আমিরশাহি (দুবাই)




















