Asia Cup 2025: এশিয়া কাপে ওমানের নেতৃত্বে পঞ্জাব বংশোদ্ভুত এক ভারতীয়?
Oman National Team: ১৯৮৯ সালের ৫ মার্চ পঞ্জাবের লুধিনায়ানাতে যতীন্দর সিংহের জন্ম। তাঁর বাবা গুরমিল সিংহ। পরিবারের সঙ্গে অনেক ছোটবেলাতেই ওমান চলে এসেছিলেন যতীন্দর।

দুবাই: এশিয়া কাপের জন্য সব দলগুলোই তাঁদের স্কোয়াড প্রায় ঘোষণা করে ফেলেছে। সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানও তাঁদের ১৭ সদস্যের দল ঘোষণা করে ফেলেছে। যতীন্দর সিংহকে ওমান দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। যিনি ভারতীয় বংশোদ্ভুত।
১৯৮৯ সালের ৫ মার্চ পঞ্জাবের লুধিনায়ানাতে যতীন্দর সিংহের জন্ম। তাঁর বাবা গুরমিল সিংহ। পরিবারের সঙ্গে অনেক ছোটবেলাতেই ওমান চলে এসেছিলেন যতীন্দর। ওমানের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন যতীন্দর। এছাড়া ২০০৭ সালে SC অনূর্ধ্ব ১৯ এলিট কাপে খেলেছিলেন যতীন্দর।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয় ২০১১ সালে মাত্র ২০ বছর বয়সে। ডিভিশন থ্রি-র টু্র্নামেন্টে খেলেন যতীন্দর। দুটো ম্যাচ খেলেন ইতালির বিরুদ্ধে। এখনও পর্যন্ত নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৬১ ম্য়াচ খেলে মোট ১৭০৪ রান করেছেন। কেরিয়ারে ৪টি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ৬৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ১৩৯৯ রান করেছেন আটটি অর্ধশতরানের মাধ্যমে। ৩৬ বছর বয়সে এশিয়া কাপে ওমানের জার্সিতে নেতৃত্বভার সামলাবেন যতীন্দর। আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলবে ওমান। ১৯ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে।
এশিয়া কাপের বাংলাদেশ দলের নেতৃত্বে লিটন
এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্বে লিটন দাস। দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান। শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে খেলেছিলেন দেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি। কিন্তু এরপর থেকে দেশের জার্সিতে নুরুলকে আর কুড়ির ফর্ম্য়াটে দেখা যায়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন তিনি। যার জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পড়েছে আবার তাঁর। অন্য়দিকে অলরাউন্ডার সৈয়ফ হাসানকে ফের একবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে দেখা গিয়েছে প্রায় দেড় বছর পর। শেষবার ২০২৩ সালের এশিয়া কাপে খেলেছিলেন তিনি। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় জায়গা পাননি তারকা অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ। সম্প্রতি ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক তিনি। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে সিরিজে দলে নেই তিনি। এবার এশিয়া কাপ থেকেও বাদ পড়লেন। সৌম্য সরকার, তনভীর ইসলাম, হাসান মাহমুদকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বেই খেলতে নামবে টিম ইন্ডিয়া এশিয়া কাপে। প্রথম ম্য়াচে আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খলেত নামবে ভারত।




















