Asia Cup 2025: ওপেনিংয়ে স্যামসন না গিল? এশিয়া কাপের জন্য ভারতীয় একাদশে কাকে চাইছেন শাস্ত্রী?
Indian Cricket Team: গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিলকে দেখা যায়নি আর। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিং তাঁকে ফের এই ফর্ম্য়াটে সুযোগ করে দিয়েছে।

মুম্বই: আগামীকাল এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে কেমন হবে ভারতীয় একাদশ? ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিল না কি সঞ্জু স্য়ামসন (Sanju Samson)। এই নিয়েই বিস্তর আলোচনা চলছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গৌতম গম্ভীরের কোচিংয়ে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে স্যামসনের জায়গা প্রায় পাকা হয়ে গিয়েছে। তিনিই অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে নামছেন। অন্য়দিকে ইংল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিংয়ের পর এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শুভমন গিল। তাঁকেই না কি অভিষেকের সঙ্গে পাঠানো হতে পারে ওপেনিংয়ে। তবে প্রাক্তন ভারতীয় কোচ ও বিশ্বজয়ী প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রী (Ravi Shastri) কিন্তু ওপেনিংয়ে স্যামসনকেই দেখতে চাইছেন অভিষেকের সঙ্গে।
রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ''টপ অর্ডারে স্য়ামসন খুবই ভয়ঙ্কর একজন ব্যাটার। শুরুতেই মারকাটারি ব্য়াটিং করে ম্য়াচের রাশ দলের দিকে টেনে নিয়ে চলে আসবে ও। যদি কোনও ম্য়াচে স্যামসনের ব্যাট চলে, তাহলে সেই ম্য়াচে ভারত জিতবেই। টপ অর্ডারে সেরা ব্যাটার স্য়ামসন।"
গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিলকে দেখা যায়নি আর। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিং ফর্ম ফের নির্বাচকদের বাধ্য করেছে গিলকে এই ফর্ম্য়াটেও দলে সুযোগ করে দিতে। এমনকী টেস্টে ভারত অধিনায়ক এবার কুড়ির ফর্ম্য়াটে সহ অধিনায়কের ভূমিকায়। ফলে গিলকে যে একাদশে রাখা হবেই তা নিশ্চিত। কিন্তু ওপেনিংয়ে তাঁকে দেখতে চাইছেন না শাস্ত্রী। তিনি বলছেন, ''স্যামসনের টি-টোয়েন্টি রেকর্ডের দিকে যদি একবার দেখা যায় ভারতের জার্সিতে। তাহলে কিন্তু শুভমনের থেকেও দুর্দান্ত রেকর্ড। গিল অন্য় পজিশনে আসতেই পারে। কিন্তু ওপেনিংয়ে আমার মনে হয় স্যামসনের বিকল্প ভাবা উচিৎ নয়। ও ম্য়াচ উইনার এই ফর্ম্য়াটে ওপেনিংয়ে।''
এশিয়া কাপের ইতিহাসে ট্র্যাক রেকর্ড কিন্তু ভারতের হয়েই কথা বলছে। এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল এই টুর্নামেন্টে মেন ইন ব্লুজরাই। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯৮৪ সালে প্রথমবার এই খেতাব জেতে টিম ইন্ডিয়া। এরপর ১৯৮৮, ১৯৯১, ১৯৯৫ সালেও এশিয়া কাপ ঘরে তুলে নেই ভারতই। এরপর দীর্ঘ প্রায় ১৫ বছরের অপেক্ষা ছিল।




















