Asia Cup 2025: ভারত ম্যাচে ফারহান, রউফের বিতর্কিত অঙ্গভঙ্গি, আইসিসিতে নালিশ জানাল বিসিসিআই!
BCCI: ফারহান ও রউফের অঙ্গভঙ্গির বিরুদ্ধে বুধবার, ২৪ সেপ্টেম্বর বিসিসিআইয়ের তরফে আইসিসিতে অভিযোগ করেছে বলে খবর।

মুম্বই: গত রবিবার ফের একবার এশিয়া কাপের Asia মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) দাপুটে জয় পেয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে নিজেদের পারফরম্যান্সের থেকে পাকিস্তান দল নিজেদের কাণ্ডকারখানায় বেশিরভাগ শিরোনাম কাড়ে। অর্ধশতরানের পর পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) বন্দুকের সেলিব্রেশন ও বোলার হ্যারিস রউফ (Haris Rauf) বিমানের ইশারা করেন। এই অঙ্গভঙ্গির বিরুদ্ধে বুধবার, ২৪ সেপ্টেম্বর বিসিসিআইয়ের তরফে আইসিসিতে অভিযোগ করেছে বলে খবর।
NDTV-র এক রিপোর্টে বিসিসিআইয়ের তরফে এই অভিযোগ জানানোর বিষয়টি বলা হয়েছে। ফারহান ও রউফ যদি এই অভিযোগগুলি মানতে লিখিতভাবে অস্বীকার করেন, তাহলে এই মামলা বিচার হবে। সেক্ষেত্রে তাঁদের আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানির জন্য উপস্থিত হতে হবে। ফারহান ও শাহিবজাদা যদি ম্যাচ রেফারির সামনে নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাহলে তাঁরা শাস্তির মুখে পড়তে পারেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও কিন্তু সূর্যকুমার যাদবের বিরুদ্ধে একই ভিত্তিতে অভিযোগ জানানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর সূর্য পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর সেই জয় পহেলগাঁও হামলায় নিহত ব্যক্তি এবং ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেন। পিসিবির তরফে জানানো হয়েছে সূর্যর মন্তব্যগুলি 'রাজনৈতিক'। তবে এক্ষেত্রে যে কোনও অভিযোগ উক্ত ঘটনার সাত দিনের মধ্যে জানাতে হয়। তাই সূর্যর বিরুদ্ধে পিসিবির তরফে কবে অভিযোগ জানানো হয়েছে, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ।
শ্রেয়সের বিরতি
বর্তমানে ভারতীয় 'এ' দল অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। এই সিরিজ়ের জন্য শ্রেয়সকে ভারতীয় 'এ' দলের অধিনায়ক নির্বাচিত করা হলেও, দ্বিতীয় ম্যাচে তিনি খেলছেন না। ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন মুম্বইয়ের তারকা ব্যাটার। এই পরিস্থিতিতে ESPNcricinfo-র রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স নাকি বিসিসিআইকে এক ইমেল করে এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তিনি সাময়িকভাবে লাল বলের ক্রিকেট থেকে তাঁকে অব্যাহতি দেওয়ারও অনুরোধ করেছেন।
ওই রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স বোর্ডকে জানিয়েছেন তাঁর পিঠের পরিস্থিতি তাঁর পক্ষে একাধিক দিন পর পর মাঠে নামাটা কঠিন করে তুলেছে। সেই কারণেই তিনি ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামেননি। শ্রেয়সকে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে ইরানি ট্রফিতে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ইমেলের পর রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে তাঁর মাঠে নামা হচ্ছে না।



















