Sanju Samson: ভাইয়ের সঙ্গে মিলে বাজিমাত করলেন সঞ্জু স্যামসন, ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
Kerala Cricket League: সঞ্জু এবং স্যালি, দুজনেই কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগারের হয়ে খেলছেন।

কোচি: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দলে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। গত এক বছর ধরেই ভারতের টি-২০ দলে অন্যতম ভরসার নাম সঞ্জু স্যামসন। এবার কেরল ক্রিকেট লিগে হইচই ফেলে দিলেন সঞ্জু। তবে তিনি একা নন। তাঁর ভাই, স্যালি স্যামসনের (Sanju Samson Brother) সঙ্গে মিলে তিনি নজর কেড়ে নিয়েছেন। সঞ্জু এবং স্যালি, দুজনেই কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগারের হয়ে খেলছেন, দুজনে মিলে ম্যাচের প্রথম বলেই তাঁদের দলের জন্য প্রথম উইকেটটি নিতে বড় অবদান রাখলেন। দুজনে মিলে আদানি ত্রিভান্দ্রম রয়্যালসের সুবিন এস-কে রান আউট করেন।
সঞ্জু স্যামসন ভাইয়ের সঙ্গে মিলে কামাল করলেন
আদানি ত্রিভান্দ্রম রয়্যালস দল প্রথমে ব্যাটিং করতে আসে। ক্যাপ্টেন কৃষ্ণ প্রসাদের সঙ্গে সুবিন এস ওপেনিং করেন এবং কোচি ব্লু টাইগারের হয়ে বোলিংয়ের সূচনা করেন মিডিয়াম পেসার স্যালি স্যামসন (Saly Samson)। প্রথম বলেই সুবিন এস বলটিকে অফ-সাইডের দিকে ঠেলে দেওয়ার পরে, তিনি দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সঞ্জু স্যামসন জোরাল থ্রো করেন, যা তাঁর ভাই স্যালি ধরে সুবিন এস-কে রান আউট করে দেন। গোল্ডেন ডাকের শিকার সুবিন এস।
দুই ভাইয়ের এই যুগলবন্দির ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। উল্লেখ্য যে, স্যালি স্যামসন কোচি ব্লু টাইগারের অধিনায়ক এবং সঞ্জু স্যামসন এই দলের সহ-অধিনায়ক। স্যামসন ভারতের টি-২০ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন, যিনি এশিয়া কাপের দলেও নির্বাচিত হয়েছেন।
Throw by Sanju Samson and Run-Out Effected by Saly Samson. pic.twitter.com/wzx6kW4NKl
— Viyatu Sports (@ViyatuSports) August 21, 2025
এশিয়া কাপের ভারতীয় একাদশ থেকে কি বাদ পড়বেন স্যামসন?
এশিয়া কাপের দলে শুভমন গিলকে ফেরানো হয়েছে। এবং গিলকে ফেরানো হয়েছে টি-২০ দলের সহ অধিনায়ক হিসাবে। যার অর্থ, একাদশে গিলের থাকা নিশ্চিত। শোনা যাচ্ছে, অভিষেক শর্মার সঙ্গে এতদিন সঞ্জু স্যামসন টি-২০ ক্রিকেটে ভারতের ইনিংস ওপেন করে থাকলেও, এশিয়া কাপে অভিষেক-শুভমন জুটিকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে সঞ্জুর একাদশ থেকে বাদ পড়ার সমূহ সম্ভাবনা। দল নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন যে, সেরা একাদশ তৈরি করা ক্যাপ্টেন এবং কোচের হাতে থাকবে। দুবাই পৌঁছনোর পরে ভাল দল নির্বাচন করতে সুবিধা হবে। আগরকর আরও বলেন যে, শুভমন গিল এবং সঞ্জু স্যামসন, দুজনেই দারুণ ফর্মে ছিলেন এবং অভিষেক শর্মা থাকায় দলের হাতে ভাল বিকল্প রয়েছে।




















