Asia Cup 2025: জমে উঠেছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই, কোন দুই দল ফাইনালে উঠবে? কী বলছে অঙ্ক?
Asia Cup Super Four: এশিয়া কাপের সুপার ফোরে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছেন আঘা সলমনরা। সেই সঙ্গে আরও জমজমাট হয়ে গিয়েছে ফাইনালে ওঠার লড়াই।

দুবাই: মঙ্গলবার এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান (Pakistan vs Sri Lanka)। সেই সঙ্গে জমে গিয়েছে ফাইনালে ওঠার দৌড়। ট্রফির লড়াইয়ে নামবে কোন দুই দল?
এশিয়া কাপের সুপার ফোরে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছেন আঘা সলমনরা। সেই সঙ্গে আরও জমজমাট হয়ে গিয়েছে ফাইনালে ওঠার লড়াই।
সুপার ফোরের প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান - দুই দলই। তবে দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান। ২ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ২। নেট রান রেট +০.২২৬। ২ ম্যাচে শ্রীলঙ্কার ভাঁড়ারে ০ পয়েন্ট। দুটি ম্যাচই হেরেছে দ্বীপরাষ্ট্র। তাদের নেট রান রেট -০.৫৯০। পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। প্রথম ম্যাচে জিতে সূর্যকুমার যাদবদের পয়েন্ট ২। ভারতের নেট রান রেট +০.৬৮৯। বুধবার এশিয়া কাপে ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। শ্রীলঙ্কাকে খেতাব ধরে রাখতে হলে ও ফাইনালে উঠতে হলে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে শুধু হারালেই চলবে না, বিরাট ব্যবধানে হারাতে হবে।
কোন অঙ্কে ফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশ যদি ভারতকে হারায়
পাকিস্তানকেও হারতে হবে বাংলাদেশের কাছে
Pakistan prevail in a closely-contested game! ✌️
— AsianCricketCouncil (@ACCMedia1) September 23, 2025
Having lost their way briefly in the middle overs, 🇵🇰 did incredibly well to keep a calm head and chase down the target & get a W against their name. 😎#PAKvSL #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/hWFvjlMMoc




















