IND vs SL Match Highlights: নাটকীয় ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে ভারত
Asia Cup 2025: নাটকীয় ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো একবার ভারতের দিকে ঝুঁকেছে, তো পরের মুহূর্তে শ্রীলঙ্কার দিকে।

দুবাই: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথমবার কোনও দল দুশোর গণ্ডি পেরল। তারপরেও কি না ম্যাচ হারতে বসেছিল ভারত!
কার্যত একা হাতে শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka) প্রায় জিতিয়ে দিয়েছিলেন পাথুম নিশাঙ্কা। ভারতের ২০২/৫ তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাথুমের। যোগ্য সঙ্গত করলেন কুশল পেরেরা। দুজনে মিলে ভারতীয় বোলারদের আতঙ্ক হয়ে উঠেছিলেন।
দ্বিতীয় উইকেটে ১২৭ রান যোগ করে ভারতীয় বোলিংয়ের নাভিশ্বাস তুলে দিলেন দুজনে। ৩২ বলে ৫৮ রান করে ফিরলেন কুশল পেরেরা। তবে নিশাঙ্কা থামার কোনও লক্ষণ দেখাননি। দুরন্ত সেঞ্চুরি (Pathum Nissanka century) করলেন তিনি। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি। ৫২ বলে সেঞ্চুরি। অর্শদীপ সিংহকে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছন।
যদিও নিশাঙ্কা ফিরতেই খেই হারায় শ্রীলঙ্কার ব্যাটিং। হর্ষিত রানার শেষ ওভারে ম্যাচ জেতার জন্য ১২ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ১১ রান তোলে তারা। শ্রীলঙ্কার স্কোরও ২০২ রান। ৫ উইকেটের বিনিময়ে। ম্যাচ টাই হওয়ায় ফয়সালার জন্য তা গড়ায় সুপার ওভারে।
নাটকীয় ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো একবার ভারতের দিকে ঝুঁকেছে, তো পরের মুহূর্তে শ্রীলঙ্কার দিকে। তবে সুপার ওভার রোমহর্ষক হয়নি। অর্শদীপ সিংহের বলে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৫ বলে ২ রান তুলেই দুটি উইকেট হারিয়ে বসে দ্বীপরাষ্ট্র। বাঁহাতি অর্শদীপের অভিজ্ঞতা ভারতকে সুবিধাজনক জায়গায় রাখে।
A Super fight and A Super Win!
— BCCI (@BCCI) September 26, 2025
Updates ▶️ https://t.co/xmvjWCaN8L#TeamIndia | #AsiaCup2025 | #Super4 | #INDvSL pic.twitter.com/J0VAgHsVUl
সুপার ওভারে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব ও শুভমন গিল। অভিষেক শর্মা নামেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই দৌড়ে তিন রান নিয়ে নেন ভারত অদিনায়ক সূর্যকুমার। সুপার ওভারে ম্যাচ জিতে ফাইনালে ভারত। টুর্নামেন্টে অপরাজেয় তারা। এশিয়া কাপের ইতিহাসে কখনও ভারত-পাক ফাইনাল হয়নি। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইতিবাচক থেকেই রবিবার মাঠে নামবেন সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পাণ্ড্যরা।
What a brilliant Super Over from Arshdeep Singh 👏
— BCCI (@BCCI) September 26, 2025
He conceded just 2 runs and picked up the wickets of Kusal Perera and Dasun Shanaka. 🙌#TeamIndia need 3 to win!
Updates ▶️ https://t.co/xmvjWCaN8L#AsiaCup2025 | #Super4 | #INDvSL | @arshdeepsinghh pic.twitter.com/IdJ6drgenC




















