Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের দায়িত্বে লক্ষ্মণ, কানিতকর হবেন মহিলা দলের কোচ?
Asian Games: হোয়াংঝোউতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এবারের এশিয়ান গেমসের আসর বসতে চলেছে।
মুম্বই: অতীতে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে একাধিকবার ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের (Indian Cricket Team) দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। খবর অনুযায়ী, এবার এশিয়ান গেমসেও তাঁকে ভারতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে। অপরদিকে, হৃষিকেশ কানিতকর (Hrishikesh Kanitkar) ভারতীয় মহিলা দলের (Indian Women's Cricket Team) অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।
হোয়াংঝোউতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এবারের এশিয়ান গেমসের আসর বসবে। এশিয়ান গেমসের জন্য আগেই ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির একটি দল বাছাই করেছেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা। সেই দলের নেতৃত্বে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াড়কে। সেই দ্বিতীয় সারির দলেরই দায়িত্ব নেবেন লক্ষ্মণ। তাঁর পাশাপাশি সেই দলের কোচিং স্টাফের অঙ্গ থাকবেন সাইরাজ বাহুতুলে ও মুনিশ বালিও। বাহুতুলেকে দলের বোলিং কোচ এবং বালিকে ফিল্ডিং কোচের দায়িত্বে দেখা যাবে।
অবশ্য বর্তমানে লক্ষ্মণ কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রধান হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন। ভারতের এমার্জিং খেলোয়াড়দের নিয়ে আলুরে একটি অনুশীলন ক্যাম্প করাচ্ছেন লক্ষ্মণ। সেই ক্যাম্প সেরেই তিনি এশিয়ান গেমসের দলের দায়িত্ব নেবেন। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে রুতুরাজের ভরসা কিন্তু সেই মহেন্দ্র সিংহ ধোনিই। ধোনির সঙ্গে দীর্ঘদিন ধরেই সিএসকের হয়ে আইপিএলে খেলছেন রুতু। অধিনায়কত্বের বিষয়ে দেওয়া তাঁর পরামর্শ মাথায় রেখেই তিনি দলকে নেতৃত্ব দিতে চান বলে জানান রুতু।
অপরদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রে কিন্তু ছবিটা আলাদা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন একটি শক্তিশালী মহিলা দলকেই চিনে পাঠাচ্ছে ভারত। তবে দীর্ঘদিন ধরেই ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগ নিয়ে টালবাহানা চলছে। ডিসেম্বরে নতুন মরশুম শুরুর আগে কোনও কোচ নিয়োগ করা হবে বলে মনেও হচ্ছে না। সেই পরিস্থিতিতেই অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কানিতকরকে দায়িত্ব নিতে দেখা যাবে।
প্রসঙ্গত, কানিতকর দক্ষিণ আফ্রিকায় আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। ভারতের হয়ে দুই টেস্ট ও ৩৪টি ওয়ান ডে খেলা কণিতকরের পাশাপাশি মহিলা দলের সাপোর্ট স্টাফের দায়িত্বে থাকবেন রাজীব দত্ত ও শুভদীপ ঘোষ। রাজীব বোলিং এবং শুভদীপ ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সোনাজয়ী ভারতীয় দৃষ্টিহীন মহিলা দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি