Hockey India: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে থেকে নামবেন হরমনপ্রীতরা, কোথায় দেখবেন ম্য়াচ?
Asian Hockey Champions Trophy: আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ন্যাশনাল হকি দল টুর্নামেন্টের অষ্টম মরশুমে খেলতে নামবে।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। টোকিওর পর প্যারিসেও অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ভারতীয় হকি দল। এবার ফের একবার হরমনপ্রীত, মনপ্রীতদের দেখা যাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ন্যাশনাল হকি দল টুর্নামেন্টের অষ্টম মরশুমে খেলতে নামবে। টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই নামবে ভারতীয় হকি দল। এশিয়ার সেরা ছয় দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে।
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত মোট ৪ বার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুলেছে ভারতীয় হকি দল। এভার ভারতকে খেলতে হবে চিন, জাপান, পাকিস্তান, কোরিয়া রিপাবলিক ও মালয়েশিয়ার বিরুদ্ধে। আগামী ৮ সেপ্টেম্বর প্রথম দিনেই ভারত চিনের বিরুদ্ধে খেলতে নামবে। বিকেল ৩.৩০ থেকে শুরু হবে ভারতের খেলা। পরের দিন ৯ সেপ্টেম্বর দুপুর ১.১৫ থেকে জাপানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ১১ সেপ্টেম্বর, বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। খেলাটি শুরু হবে দুপুর ১.১৫ মিনিটে। ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় হকি দল। দুপুর ১.১৫ তে মুখোমুখি হবে দুই দল। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। একই সময়ে খেলা শুরু হবে। সেপ্টেম্বরের ১৬ তারিখই সেমিফাইনাল ও ১৭ তারিখ ফাইনাল ম্য়াচটি অনুষ্ঠিত হবে।
ভারতীয় হকি দল: কৃষ্ণণ বাহাদুর পাঠক, সুরজ করকেরা, জারমনপ্রীত সিংহ, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিংহ, যুগরাজ সিংহ, সঞ্জয়, সুমিত, রাজ কুমার পাল, নীলকান্ত শর্মা, বিবেক সাগর প্রসাদ, মনপ্রীত সিংহ, মহমেডান রাহিল মৌসিন, অভিষেক, সুখজিৎ সিংহ, আরাইজিৎ সিংহ হুন্ডল, উত্তম সিংহ, গুরজ্যোৎ সিংহ
কোথায় দেখতে পাওয়া যাবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি?
ভারতীয় হকি সমর্থকরা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচগুলোর লাইভ দেখতে পারবেন সোনি লিভ অ্য়াপ ও ওয়েবসাইটে।
টিভিতে কোন চ্য়ানেলে দেখা যাবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ?
সোনি স্পোর্টস টেন 1 SD ও HD তে দেখা যাবে এই টুর্নামেন্টের ম্য়াচগুলো।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে স্পেনের বিরুদ্ধে তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। হরমনপ্রীত সিংহের জোড়া গোলেই পদক নিশ্চিত করেছিল ভারতীয় হকি দল। সেটিই ছিল পি আর শ্রীজেশের শেষ ম্য়াচ।