Bengal Cricketer Death: বেঙ্গল প্রো টি-২০-তে নজর কেড়েছিলেন, তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া
Asif Hossain Death: আসিফ হোসেন। বয়স মাত্র ২৮ বছর। গত বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টেও নজর কেড়েছিলেন। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) কার্যত মৃত্যুর মুখ থেকে মাঠে ফিরেছেন। গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে ইরানি ট্রফি (Irani Trophy) থেকে ছিটকে গিয়েছেন মুশির খান। ফের এক ক্রিকেটারের দুর্ঘটনার খবরে শোকের ছায়া ময়দানে। তবে পন্থ বা মুশিরের মতো আহত নন, বাংলার তরুণ ক্রিকেটারের মত্যু হল। শোকস্তব্ধ ময়দান।
আসিফ হোসেন (Asif Hossain)। বয়স মাত্র ২৮ বছর। গত বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টেও নজর কেড়েছিলেন। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
সোমবার আচমকাই প্রয়াত হলেন সেই আসিফ। পারিবারিক সূত্রে খবর, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন আসিফ। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আসন্ন মরশুমে স্পোর্টিং ইউনিয়নে সই করেছিলেন আসিফ। অতীতে টাউন, এরিয়ানের মতো ক্লাবেও খেলেছেন। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন তিনি।
ভারতের বোলিংয়ে ভরসা সৌরভের
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া। কানপুরেও চালকের আসনে রয়েছে ভারতীয় দল।
তবে সকলের নজর এখন থেকেই বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরের দিকে। পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। এবার কি হ্যাটট্রিক সম্ভব?
প্রাক্তন ক্রিকেটারেরা ভারতীয় দলকে এগিয়ে রাখছেন। যদিও অস্ট্রেলিয়া শিবির থেকে বলা হচ্ছে, প্রতিশোধ নিতে তারা এবার মরিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের পরীক্ষা সহজ হবে না, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বোলিংয়ের দিক থেকে এগিয়ে রাখছেন ভারতকে। একটা সময় মনে করা হতো ভারত বনাম অস্ট্রেলিয়া মানেই ভারতের ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিংয়ের লড়াই। যদিও এখন দিন বদলেছে। ভারতের বোলিং আক্রমণও খুব শক্তিশালী।
সোমবার বাইপাসের ধারে একটি হোটেলের এক অনুষ্ঠানে সৌরভ বলেন, 'অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে ভয়ঙ্কর দল। তবে ভারতের বোলিং অস্ট্রেলিয়ার চেয়েও শক্তিশালী। গম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ।'