BCCI AGM: আইপিএলের গুরুত্বপূর্ণ পদে থেকে গেলেন অভিষেক, বিদায়ী বোর্ড সচিব জয় শাহকে সংবর্ধনা
Avishek Dalmiya felicitates Jay Shah: রবিবারের এজিএমই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে জয় শাহর শেষ সভা। আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন তিনি।
কলকাতা: বাংলা থেকে একমাত্র ক্রিকেট প্রশাসক হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya)। আইপিএল গভর্নিং কাউন্সিলের (IPL Governing Council) সদস্য ছিলেন সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট। অভিষেক সেই পদেই বহাল রয়ে গেলেন। রবিবার বেঙ্গালুরুতে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অভিষেককে ২০২৪-২৫ মরশুমের জন্যও আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসাবে রাখা হয়েছে।
রবিবারের এজিএমই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে জয় শাহর শেষ সভা। আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন তিনি। রবিবার জগমোহন ডালমিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত ন্যাশানল ক্রিকেট ক্লাব (NCC)-র তরফে জয় শাহকে সংবর্ধনা দেওয়া হয়। আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য অমিত শাহে-পুত্রের হাতে স্মারক তুলে দেন প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া।
তবে জয় শাহর উত্তরসূরি হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব কে হবেন, ৯৩তম বার্ষিক সাধারণ সভায় তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আপাতত জয় শাহই দায়িত্বে রয়েছেন। নভেম্বরের শেষ সপ্তাহে তিনি বোর্ড সচিব হিসাবে ইস্তফা দেবেন। ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসাবে কার্যভার সামলাবেন তিনি। এজিএমে পরবর্তী সচিব নির্বাচনের বিষয়টি আলোচ্যসূচিতে না থাকলেও এ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: গুরুতর অভিযোগ, বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত
জয় শাহর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। দৌড়ে রয়েছেন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট তথা প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি, ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান কোষাধ্যক্ষ আশিস শেলার, বোর্ডের বর্তমান যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া ও গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল।
অন্ধ্র প্রদেশের প্রাক্তন ক্রিকেটার ভি চামুণ্ডেশ্বরনাথকে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ICA)-এর প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছেন। আইপিএল গভর্নিং কাউন্সিলেও জায়গা করে নিয়েছেন তিনি।
এজিএমে বেঙ্গালুরু বিমানবন্দর সংলগ্ন এলাকায় ৪০ একর জমির ওপর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথাও জানানো হয়।
আইপিএল প্লেয়ার রিটেনশন নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তাতে সিলমোহর দেওয়া হয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। পাশাপাশি রাইট টু ম্যাচ কার্ড, স্যালারি ক্যাপ-সহ আইপিএল সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তেই অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আইএসএলে নতুন রেকর্ড, মোহনবাগানকে হারিয়ে সুনীল ফাঁস করলেন সাফল্যের মন্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।