AUS vs AFG: ওয়াংখেড়েতে ইতিহাস, প্রথম আফগান ব্যাটার হিসাবে বিশ্বকাপে শতরান ইব্রাহিমের
Afghanistan Cricket Team: ১৩১ বলে নিজের শতরান পূরণ করেন ইব্রাহিম জ়াদরান।
মুম্বই: মায়ানগরীতে রচিত হল ইতিহাস। দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ বিশ্বকাপের (ODI World Cup 2023) মঞ্চে মাঠে নেমেছে আফগানিস্তান (AUS vs AFG)। সেমিফাইনালের দৌড়ে থাকা দুই দলের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় সকলে। প্রথম ইনিংস কিন্তু তেমনটাই দেখা গেল। রচিত হল ইতিহাসও। অজ়িদের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফগানিস্তান ব্যাটার হিসাবে তিন অঙ্কে পৌঁছলেন ইব্রাহিম জ়াদরান (Ibrahim Zadran)। ১৩১ বলে শতরান হাঁকলেন তরুণ আফগান ওপেনার।
বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত করতে আফগানিস্তানকে নিজেদের বাকি দুই ম্যাচই জিততে হবে। নয়তো নেট রান রেটের জাতাকাল পড়তে হবে রশিদ খানদের। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচেই আজ মাঠে নেমেছে আফগানরা। ম্যাচের আগেরদিন আফগানদের শিবিরি তাঁদের উদ্বুদ্ধ করতে হাজির ছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। কাকতালীয় হলেও, 'মাস্টার ব্লাস্টার'র সঙ্গে সাক্ষাতের ঠিক পরের দিনই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন জ়াদরান।
আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। জ়াদরান এবং রহমানুল্লা গুরবাজ় শুরুটা কিন্তু মন্দ করেননি। তবে গুরবাজ় সাজঘরে ফেরার ২১ রানে সাজঘরে ফেরার পরেও কিন্তু জ়াদরানের ব্যাটিংয়ে কোনও প্রভাব পড়েনি। একের পর এক পার্টনারশিপ গড়তে থাকেন তিনি। প্রথমে রহমত শাহের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তারপর হাশমাতু্ল্লা শাহিদির সঙ্গে গড়েন ৫২ রানের পার্টনারশিপ।
Ibrahim Zadran hits Afghanistan's maiden @cricketworldcup century at the Wankhede 🤩@mastercardindia Milestones 🏏#CWC23 | #AUSvAFG pic.twitter.com/QcCis10f7x
— ICC (@ICC) November 7, 2023
২১ বছর বয়সি তরুণ ব্যাটার শেষ পর্যন্ত কিন্তু ক্রিজে টিকে থাকেন। এই বিশ্বকাপে এর আগেও শতরান করার হাতছানি ছিল জ়াদরানের সামনে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন। তবে সেইবার ১১৩ বলে ৮৭ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল। হাতছাড়া হয়েছিল শতরান। তবে এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। তিনি শামিউল্লা শিনওয়ারির রেকর্ড ভাঙলেন। এদিন পর্যন্ত শিনওয়ারির ৯৬ রানের ইনিংসই বিশ্বকাপের মঞ্চে কোনও আফগান ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস ছিল। সেই রেকর্ডের মালিক এবার জ়াদরান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাম তর্জনীতে চোট, এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ শেষ শাকিবের