Glenn Maxwell: কুড়ির ফর্ম্য়াটে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে গ্লেন ম্য়াক্সওয়েল
Glenn Maxwell Record: অজি অলরাউন্ডার এলিট লিস্টে যোগ দিতে পারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান ও ৫০ বা তার বেশি উইকেট পাওয়ার নজির গড়তে পারেন ম্য়াক্সওয়েল।

সিডনি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সেই ম্য়াচেই নতুন রেকর্ডের মুখে দাঁড়িয়ে গ্লেন ম্য়াক্সওয়েল। অজি অলরাউন্ডার এলিট লিস্টে যোগ দিতে পারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান ও ৫০ বা তার বেশি উইকেট পাওয়ার নজির গড়তে পারেন ম্য়াক্সওয়েল।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলছে। আর চার উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেটের মালিক হয়ে যাবেন গ্লেন ম্য়াক্সওয়েল। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন ম্য়াক্সওয়েল। এর আগে বাংলাদেশের শাকিব আল হাসান ১২৯টি টি-টোয়েন্টি ম্য়াচে মোট ২৫৫১ রান ও ১৪৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন। পাকিস্তানের মহম্মদ হাফিজ ১১৯ ম্য়াচে ২৫১৫ রান ও ৬১ উইকেট নিয়েছেন। মালয়েশিয়ার বীরনদীপ সিংহ ১০২ ম্যাচে ৩০১৩ রান ও ৯৭ উইকেট নিয়েছেন।
গ্লেন ম্য়াক্সওয়েল অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। এখনও পর্যন্ত ১২১ ম্য়াচে ২৭৫৪ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও ১১টি অর্ধশতরান রয়েছে অজি অলরাউন্ডারের ঝুলিতে। এছাড়া বল তাে ৪৬ উইকেটও নিয়েছেন তিনি।
এবার ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
ভারতীয় দল আবারও ইংল্যান্ড সফরে যাবে, তবে এই সফর এই বছর নয়, বরং আগামী বছর হবে। হ্যাঁ, ২০২৬ সালে টিম ইন্ডিয়া আবার ইংল্যান্ড যাবে এবং সেখানে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ১ জুলাই চেস্টার-লে-স্ট্রিটে খেলা হবে। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৪ জুলাই ম্যাঞ্চেস্টারে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৭ জুলাই নটিংহামে, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ৯ জুলাই ব্রিস্টলে এবং পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ১১ জুলাই সাউদাম্পটনে খেলা হবে। এরপর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ১৪ জুলাই বার্মিংহামে, দ্বিতীয় ওয়ান ডে ১৬ জুলাই কার্ডিফে এবং তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ ১৯ জুলাই লর্ডসে খেলা হবে।
ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে। সিরিজের একটি টেস্ট ম্যাচ ড্র হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়া দুটি ম্যাচ জিতেছে এবং দুটি টেস্ট ম্যাচ ইংল্যান্ড জিতেছে। ভারতীয় দল টেস্ট সিরিজে দারুণ উদ্দীপনা দেখিয়েছে। ভারত চতুর্থ টেস্টে হারা ম্যাচ ড্র করে এবং পঞ্চম ও শেষ টেস্টে কার্যত হারা ম্যাচ জিতেছে।




















