India vs Australia: গাব্বায় বাউন্সি পিচেই বিরাটদের আক্রমণের ছক, পুরনো রেকর্ড নিয়েও সতর্ক অজিরা
IND vs AUS: সাধারণত ক্রিসমাসের পরই গাব্বায় টেস্ট ম্য়াচ আয়োজিত হয়ে থাকেন ইদানিং। কিন্তু ইতিহাস বলছে ক্রিসমাসের আগে গাব্বায় ম্য়াচ হলে সেখানে অস্ট্রেলিয়ার জয়র সংখ্য়া বেশি।
ব্রিসবেন: আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে পারথে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর অ্য়াডিলেডে দিন রাতের টেস্টে যদিও হারতে হয়েছিল রোহিত ব্রিগেডকে। গোলাপি বলের টেস্টে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল অজিরা। এবার লক্ষ্য ব্রিসবেন। গাব্বায় ২০২০-২১ মরশুমে এই গাব্বাতেই অজি দম্ভ চূর্ণ করে অজিঙ্ক রাহানের নেতৃত্ব ভারত সিরিজ জয় নিশ্চিত করেছিল। এরপরই এবার গাব্বা টেস্টের সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। তবে তার পেছনেও নির্দিষ্ট কিছু কারণ রয়েছে।
সাধারণত ক্রিসমাসের পরই গাব্বায় টেস্ট ম্য়াচ আয়োজিত হয়ে থাকেন ইদানিং। কিন্তু ইতিহাস বলছে ক্রিসমাসের আগে গাব্বায় ম্য়াচ হলে সেখানে অস্ট্রেলিয়ার জয়র সংখ্য়া বেশি। বরঞ্চ ক্রিসমাসের পরে ম্য়াচ হলে সেখানে জয়ের হার অজিদের পক্ষে অনেকটাই কম। তার জন্যই প্যাট কামিন্সের সঙ্গে কথা বলেই নাকি এই সূচি তৈরি করা হয়েছিল। এমনকী রোহিত, বিরাটদের জন্য গাব্বায় বাউন্সি পিচ তৈরি থাকবে আগামী ১৪ ডিসেম্বর থেকে, এই বিষয়েও নিশ্চিত করে দিয়েছেন পিচ কিউরেটর।
অস্ট্রেলিয়ান অ্য়াসোসিয়েটেড প্রেসের এক রিপোর্ট অনুযায়ী গাব্বায় ক্রিসমাসের আগে মোট ৬১টি টেস্ট খেলে অস্ট্রেলিয়া মাত্র সাত ম্য়াচে হেরেছে। অন্য়দিকে ক্রিসমাসের পরে ৫টি টেস্ট খেলে তিনটি ম্য়াচেই হেরেছে তারা। তার মধ্যে শেষ তিন বছরে দুটো ম্য়াচ হেরেছে। ২০২০-২১ মরশুমে ভারতের বিরুদ্ধে হার ও চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। দুটো ম্য়াচই জানুয়ারিতে হয়েছিল। ২০২০-২১ মরশুমের আগে ১৯৮৮ সালে শেষবার গাব্বায় টেস্ট হেরেছিল অজিরা।
গাব্বার পিচ কিউরেটর বলেছেন, ''মরশুমের বিভিন্ন সময়ে পিচের প্রকৃতি বিভিন্নরকম থাকে। মরশুমের শুরুর দিকে এই সময়টা অনেকটা নতুন থাকে পিচ। ফলে বাউন্স হয় এখানে ভীষণ। তবে জানুয়ারির সময়ে গিয়ে সেই পিচের গঠন প্রকৃতি বদলে যায়। অনেকটা পুরনো হয় যায় সেই সময় পিচ।''
এদিকে, অ্য়াডিলেডে ফিরেছে স্যান্ডপেপার বিতর্ক। এক ভাইরাল ভিডিওতে এক ভারতীয় সমর্থককে জোরজবরদস্তি মাঠ থেকে উৎখাত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন ম্যাচের মাঝেই মাঠ থেকে বের করে দেওয়া হল সেই সমর্থককে?
ভাইরাল ভিডিও অনুযায়ী সেই ভারতীয় সমর্থক মাঠে 'স্যান্ডপেপার' নিয়ে ঢুকেছিলেন। আদপে এই স্যান্ডপেপার অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক কালো অধ্যায়ের সঙ্গে জড়িত। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল বিকৃত করার জন্য এই স্যান্ডপেপাররেই ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া দল। তারপর কী হয়েছিল, সেই ঘটনার কথা সকলেরই জানা। নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যাংক্রফ্ট। সেই ঘটনা নিয়েই অজ়িদের খোঁচা দিতে সেই স্যান্ডপেপার নিয়ে মাঠে হাজির হয়েছিলেন এক ভারতীয় সমর্থক।