West Midnapur News: কেশিয়াড়িতে সিপিএমের পতাকা পোড়ানোর অভিযোগ ! 'দুটি বুথেই এসেছিল জয়..'
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন শেষ হতেই পুড়িয়ে দেওয়া হল মঞ্চ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হল মঞ্চ! সিপিএমের পতাকা ও পোডিয়াম পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে।সিপিএমের দাবি, দুটি বুথেই পঞ্চায়েত ভোটে তারা জয়ী হয়। সেই আক্রোশ থেকেই হামলার অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করে শাসকদলের দাবি, সিপিএমের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন, অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।