Kolkata News: ক্রাইম ব্রাঞ্চের নামে লুঠ ! প্রতারণার শিকার কলকাতার প্রবীণা
Kolkata Fraud Case : TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা ! শিয়ালদার এক হোটেল থেকে গ্রেফতার ২
কলকাতা: ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা। ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের। কল ডেটা ও লোকেশন টাওয়ার খতিয়ে দেখে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার।
প্রধানমন্ত্রীর সতর্ক বার্তার পরেও দেশজুড়ে ডিজিটাল প্রতারণার জাল
প্রধানমন্ত্রীর সতর্ক বার্তার পরেও দেশজুড়ে ডিজিটাল প্রতারণার জাল। সম্প্রতি বাগুইআটির বাসিন্দা ঘোষ দম্পতি প্রায় ১২ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ। 'মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীকে সতর্ক করেছিলেন খোদ প্রধানমন্ত্রী!তারপরেও দেশ জুড়ে 'ডিজিটাল গ্রেফতারি'র নাম করে জালিয়াতি চলছেই। আর ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। তার মধ্য়ে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য় অধিকর্তা থেকে কলকাতার বাসিন্দা সেলস ট্য়াক্সের অবসরপ্রাপ্ত আধিকারিক। রাজ্য সরকারের সেলস ট্যাক্সের অফিসার ছিলেন বিশ্বরূপ ঘোষ।
দেশ জুড়ে 'ডিজিটাল গ্রেফতারি'র নাম করে জালিয়াতি
২৮ নভেম্বর সকালে, তাঁর কাছে একটি ফোন এসেছিল। ওপ্রান্ত থেকে বলা হয় মুম্বই পুলিশ থেকে বলছি। সঙ্গে সঙ্গেই চলে আসে ভিডিও কল। আর সেটা রিসিভ করতেই শুরু হয়ে যায় ফাঁদে ফেলার প্রক্রিয়া। বলা হয়েছিল, তাঁর বিরুদ্ধে অর্থনৈতিক তছরুপের অভিযোগে মামলা দায়ের হয়। ভিডিও কলেই শুরু হয়ে গিয়েছিল কোর্টে শুনানির ভুয়ো প্রক্রিয়াও।
প্রতারণার শিকার হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য় অধিকর্তা
৩০ নভেম্বর অবসরপ্রাপ্ত দম্পতি বুঝতে পেরেছিলেন, জালিয়াতির শিকার হয়েছিলেন তাঁরা। একইরকমভাবে প্রতারণার শিকার হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য় অধিকর্তা। ৭০ বছর বয়সী কানুলাল ভৌমিকের দাবি, পয়লা ডিসেম্বর মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে এক ব্য়ক্তি তাঁকে ফোন করেছিলেন। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৬৯ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর কে পুর থানায় অভিযোগ জানিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য় অধিকর্তা।
আরও পড়ুন, অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।