Pakistan Team: বিগত ৪ মাস কানাকড়িও পাননি! চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান ক্রিকেট?
Pakistan Cricket Board: পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেতন না পাওয়ার কারণ কিন্তু ভিন্ন।
নয়াদিল্লি: বুধবার, ৩ অক্টোবর শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ (Womens T20 World Cup 2024) অভিযান শুরু করেছে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। তবে ফাতিমা সানারা নাকি বিনা পারিশ্রমিকেই বিশ্বকাপে খেলতে নেমছেন। বিষয়টা শুধু যে পাকিস্তান মহিলা দলের তেমনটা কিন্তু নয়। একই সমস্যায় ভুগছেন ওয়াঘার ওপারের তারকা পুরুষ ক্রিকেটাররাও (Pakistan Cricket Team)।
একাধিক রিপোর্ট অনুযায়ী বিগত চার মাস ধরে বাবর আজম, ফাতিমা সানারা কোনও বেতন পাচ্ছেন না। না বেতন, না ম্যাচ ফি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দলের ক্রিকেটারদের কিছুই দেওয়া হচ্ছে না। জুন মাস থেকে পরিস্থিতি কিন্তু এখনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হচ্ছে ভিন্ন ভিন্ন বিষয় সামলাতে গিয়েই তাঁরা বিপদে পড়েছেন। তবে পুরুষ ও মহিলাদের বেতন না পাওয়ার কারণ ভিন্ন বলেই জানানো হয়। তবে তাঁরা এ বিষয়ে কাজ করছেন বলেই জানান।
কবে মিটবে এই সমস্যা? সেই বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে কোনও দিনক্ষণ জানাতে পারেন পিসিবি। নাম জানাতে অনিচ্ছুক পাকিস্তান বোর্ডর এক কর্তা এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'এ কাজ চলছে। যত দ্রুত লিস্টগুলি তৈরি করা হবে এবং তাতে সম্মতি পাওয়া গেলেই ১ জুলাই ২০২৪ সাল থেকে শুরু হওয়া চুক্তিপত্র খেলোয়াড়দের সামনে রাখা হবে। বর্তমানে এতকিছু ঘটছে যে সব বিষয়ে সমাধান করাটা একেবারেই সম্ভব নয়।'
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে ইতিমধ্যেই পুরুষ ও মহিলা দলের ক্রিকেটারদের জন্য সমবেতন চালু করা হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট এর থেকে বহুদূরে। পাকিস্তানের মহিলা দলের বেতনও কম। অবশ্য বেতনে বিভেদ, বেতন না পাওয়া, কোনও কিছুরই প্রভাব তাঁদের পারফরম্যান্সে অন্তত পড়ল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে ৩১ রানে জয় পেল পাকিস্তান মহিলা দল। পাক অধিনায়ক ফাতিমা ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
অপরদিকে, পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল সদ্যই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে পরাজিত হয়। এবার তাঁদের সামনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ। জয়ে ফিরতে মরিয়া বাবররা। তবে এই আর্থিক সংকটে যে পাক বোর্ডের মুখ পড়ছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শুরু নতুন ইনিংস, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আফগান তারকা রশিদ খান