James Anderson Retirement: দু'দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অ্যান্ডারসনকে অবসরের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলড বাবর আজম
James Anderson: ৭০৪ টেস্ট উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসনই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট সর্বকালের সর্বোচ্চ উইকেট নেওয়া ফাস্ট বোলার।
লন্ডন: শুক্রবার, ১২ জুলাই দু'দশকের বর্ণময় কেরিয়ারে বিরাম টেনেছেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। ৭০৪ টেস্ট উইকেট নেওয়া অ্যান্ডারসনই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট সর্বকালের সর্বোচ্চ উইকেট নেওয়া ফাস্ট বোলার। কিংবদন্তি ফাস্ট বোলারের বিদায়বেলায় গোটা বিশ্ব থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। সেই তালিকায় সামিল বাবর আজমও (Babar Azam)। তবে সেই শুভেচ্ছাবার্তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল।
কিংবদন্তি ইংল্যান্ড বোলারের স্যুইং বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে স্যুইং-কে কাটার বলায় ট্রোলড হলেন পাকিস্তান অধিনায়ক। জেমস অ্যান্ডারসনের বিদায়বেলায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে বাবর লেখেন, 'আপনার কাটারের বিরুদ্ধে ব্যাটিং করাটা দারুণ গর্বের। সর্বকালের সেরাদের একজনকে এই খেলা মিস করবে। এই খেলার জন্য আপনি যা যা করেছেন, তা অবর্ণনীয়, কুর্নিশ পাওয়ার যোগ্য। আপনাকে ভীষণ সম্মান করি। গোট।'
ভুল ইংরেজি লেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয় পাকিস্তান অধিনায়ককে। তিনি পরে নিজের পোস্টটি এডিট করে ফেললেও, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে তাঁর পুরনো পোস্টটির স্ক্রিনশট। প্রসঙ্গত, শুধু বাবর আজম নয়, সচিন (Sachin Tendulkar) থেকে যুবরাজ, ডেল স্টেইন, একাধিক কিংবদন্তি তারকা অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানান।
'হে জিমি। ২২ বছরের স্পেলে তুমি গোটা বিশ্বের দর্শকদের বোল্ড করেছেন। এই শুভেচ্ছাবার্তাটা আপনার জন্য। তোমার ফিটনেস, স্পিড, স্যুইং, অ্যাকশন নিয়ে বল করতে দেখাটা দরুণ আনন্দের ছিল। তুমি নিজের খেলার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছো। এরপর তুমি তোমার পরিবারের সঙ্গে থাকা সময় কাটানোর সবথেকে গুরুত্বপূর্ণ স্পেলটা করতে যাচ্ছ। তার জন্য তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ুর এবং আনন্দ কামনা করি। ' লেখেন সচিন।
Hey Jimmy!
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2024
You've bowled the fans over with that incredible 22-year spell. Here's a little wish as you bid goodbye.
It has been a joy to watch you bowl - with that action, speed, accuracy, swing and fitness. You've inspired generations with your game.
Wish you a wonderful life… pic.twitter.com/ETp2e6qIQ1
যুবরাজ নিজের শুভেচ্ছাবার্তায় স্পষ্টই জানান যে জেমস অ্যান্ডারসনের মতো অ্যাথলিট কালে ভদ্রে একবারই আসেন। ডেল স্টেইন তো অ্যান্ডারসনের ম্যাচ দেখতে সশরীরে হাজির ছিলেন। তিনিও কিংবদন্তি বোলারের ভূয়সী প্রশংসা করে তাঁকে শুভেচ্ছা জানান।
It’s not every day that an athlete like James Anderson comes along. As you hang your boots, world cricket loses one of its finest craftsmen!
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 12, 2024
Your ability to swing the ball both ways, combined with accuracy and sheer hard work has set you apart as one of the greatest pace… pic.twitter.com/RNjkm4cRV6
Tough to sum up a man’s entire career in a few sentences.
— Dale Steyn (@DaleSteyn62) July 12, 2024
Bud, you have been fantastic.
Thank you so much for all these years of incredible inspiration and dramatic duels we’ve had.
I was there to watch today. Some things one just shouldn’t miss.
Congratulations @jimmy9
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অম্বানিদের বিয়েতে অচেনা ধোনি, মন খুলে নাচলেন মাহি, ভাইরাল হল ভিডিও