Asia Cup 2025: এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, নেতৃত্বে লিটনই, বাদ শান্ত
Bangladesh Cricket: তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় জায়গা পাননি তারকা অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ। সম্প্রতি ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক তিনি।

ঢাকা: এশিয়া কাপের ১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হল। লিটন দাসের নেতৃত্বে আসন্ন টুর্নামেন্টে খেলতে নামবে টাইগাররা। তবে দল থেকে বাদ পড়লেন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান। শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে খেলেছিলেন দেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি।
এরপর থেকে দেশের জার্সিতে নুরুলকে আর কুড়ির ফর্ম্য়াটে দেখা যায়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন তিনি। যার জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পড়েছে আবার তাঁর। অন্য়দিকে অলরাউন্ডার সৈয়ফ হাসানকে ফের একবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে দেখা গিয়েছে প্রায় দেড় বছর পর। শেষবার ২০২৩ সালের এশিয়া কাপে খেলেছিলেন তিনি।
তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় জায়গা পাননি তারকা অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ। সম্প্রতি ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক তিনি। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে সিরিজে দলে নেই তিনি। এবার এশিয়া কাপ থেকেও বাদ পড়লেন। সৌম্য সরকার, তনভীর ইসলাম, হাসান মাহমুদকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
এশিয়া কাপে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে। আগামী ৩০ আগস্ট থেকে যা শুরু। ১ ও ৩ সেপ্টেম্বর চলবে সিরিজ। এরপর এশিয়া কাপে বাংলাদেশ নামবে বি গ্রুপ থেকে। সেই গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং, আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
View this post on Instagram
এশিয়া কাপের জন্য় ঘোষিত বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শোরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মহম্মদ সইফুদ্দিন।
ভারত রয়েছে টুর্নামেন্টে গ্রুপ এ-তে। তাঁদের প্রথম ম্য়াচ আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। রোহিত, বিরাটের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলকে সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে। ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ।




















