Shakib Al Hasan: ফের সমস্যায় বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার, শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Shakib Al Hasan Update:গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাঙ্কের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান শাকিব ও বাকিদের বিরুদ্ধে মামলা করেছিলেন চেক প্রতারণার অভিযোগ তুলে।

ঢাকা: মাঠের পারফরম্য়ান্সের জন্য যতটা না, তার থেকে বেশি মাঠের বাইরের বিতর্কেই বারবার জড়িয়েছন শাকিব আল হাসান। এবার বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। ঢাকার প্রথম সারির দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী চেক প্রতারণার অভিযোগে শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি ছাড়াও আরও ৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাঙ্কের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান শাকিব ও বাকিদের বিরুদ্ধে মামলা করেছিলেন চেক প্রতারণার অভিযোগ তুলে।
যে অভিযোগ সামনে এসেছে, তাতে জানা যাচ্ছে ২০১৭ সালে আইএফআইসি ব্যাঙ্কের শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন শাকিব। কিন্তু সসেই ঋণ সময়মত শোধ করতে পারছেন না তারকা বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাঙ্কের একাধিক নোটিশের পর ৪ কোটি ১৪ লক্ষ টাকার দুটো চেক দেওয়া হয় শাকিবের তরফ থেকে। কিন্তু যেই অ্য়াকাউন্টের চেক দেওয়া হয়েছিল, সেখানে কোনও টাকা ছিল না। শাকিবের ফার্মকে এরপর ফের ব্যাঙ্কের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও কিছু বদল হয়নি। টাকা শোধ করা হয়নি। এরপরই শাকিব ও তাঁর ফার্মের বাকিদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
গত সেপ্টেম্বরেই ইংল্যান্ডে শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ইসিবি তাঁকে নির্বাসিত করেছিল। নির্বাসন তোলার জন্য দ্বিতীয়বারের পরীক্ষাতেও ব্যর্থ হলেন শাকিব। কাউন্টি ক্রিকেটে রিপোর্ট হওয়ার পর লবরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপরেই ইসিবি বোলার শাকিবকে নির্বাসিত করে। আইসিসির নিয়মবিধির ১১.৩ ধারা অনুয়ায়ী সেই কারণে তিনি আইসিসিসহ সমস্ত ক্রিকেট সংস্থার শীর্ষ স্তরের ক্রিকেটে বোলিং করা থেকে নির্বাসিত হন। অবৈধ বোলিং অ্যাকশনকে ঠিকঠাক করে বৈধ প্রমাণ না করা পর্যন্ত তাঁর বোলিং করা নিষিদ্ধই। সম্প্রতি যা রিপোর্ট, তাতে শাকিব নিজের দ্বিতীয় বোলিং টেস্টেও ব্যর্থ হয়েছেন।
চেন্নাইয়ে গত মাসে তাঁর বোলিং অ্যাকশনের স্বতন্ত্র পরীক্ষা হয়। সেখানেও তারকা বাঁ-হাতি বোলার ব্য়র্থ হয়েছেন। ফলত তাঁর বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা অব্যাহতই থাকছে। গত বছর ব্রিটেনে নিজের প্রথম পরীক্ষায় ব্য়র্থ হয়েছিলেন বাংলাদেশি তারকা। এবার চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষাতেও ব্য়র্থ তিনি। তবে ক্রিকেটার শাকিবের ওপর কিন্তু কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি কেবল ব্যাটার হিসাবে খেলা চালিয়েই যেতে পারেন। শুধু বোলিংটা করতে পারবেন না তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
