Duleep Trophy: রোহিত, বিরাটকে বাইরে রেখেই দলীপ ট্রফির দল ঘোষণা বিসিসিআইয়ের
Duleep Trophy 2024: এবার আর জোনাল ফর্ম্যাটে নয়, দলীপ ট্রফির জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন চারটি দল বেছে নেবে - ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি ও ইন্ডিয়া ডি।
মুম্বই: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফির প্রথম রাউন্ড। চারটি দল ঘোষণা করা হয়েছে। ভারতের জার্সিতে খেলা শুভমন গিল, কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারদের দেখা যাবে দলীপ ট্রফিতে। তবে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) দলীপ ট্রফির কোনও স্কোয়াডেই রাখেনি বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কানাঘুষো শোনা যাচ্ছিল যে বিরাট ও রোহিতকে ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত কোনও স্কোয়াডেই রাখা হল না ভারতীয় ক্রিকেটের দুই তারকা প্লেয়ারকে।
একনজরে স্কোয়াড দেখে নেওয়া যাক
ইন্ডিয়া 'এ' স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, কে এল রাহুল, ধ্রুব জুড়েল, তিলক ভার্মা, শিবম দুবে, তানুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্যথ কাভিরাপ্পা, কুমার কুশগ্র, শ্বাশ্বত রাওয়াত
ইন্ডিয়া 'বি' স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতিশ রে়ড্ডি, ওযাশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, যশ দয়লা, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত ওয়াস্তি, এন জগদীশান (উইকেট কিপার)
ইন্ডিয়া 'সি' স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, বি ঈন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুথার, উমরান মালিক, বিষ্যক বিজয়কুমার, আনশুল খামবোজ, হিমাংশু চৌহান, ময়ঙ্ক মরকাণ্ডে, আরিয়ান জুড়েল (উইকেট কিপার), সন্দীপ ওয়ারিয়র
ইন্ডিয়া 'ডি' স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পড়িক্কল, ঈশান কিষাণ, রিকি ভুঁই, সারাংশ জৈন, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, আদিত্য ঠাকারে, হর্ষিত রানা, তুষার দেশপাণ্ডে, আকাশ সেনগুপ্ত, কে এস ভরত (উইকেট কিপার), সৌরভ কুমার