BCCI: আগামী মরসুমের ক্রীড়াসূচি ঘোষণা বিসিসিআইয়ের, কবে শুরু রঞ্জি?
BCCI Schedule: চলতি বছর জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে আসন্ন মরসুমের ঘরোয়া ক্রিকেট। মোট ১৮৪৬টি ম্যাচ হবে আগামী মরসুমে। যা হবে আগামী বছর মার্চ মাস পর্যন্ত।
মুম্বই: ২০২৩-২০২৪ মরসুমের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী জুনের শেষ সপ্তাহ থেকে শুরু এই হবে ঘরোয়া টুর্নামেন্ট। মোট ১৮৪৬টি ম্যাচ হবে আগামী মরসুমে। যা হবে আগামী বছর মার্চ মাস পর্যন্ত। দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে আসন্ন মরসুম। আগামী জুনের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এরপরই দেওধর ট্রফি শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে। আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দুটো টুর্নামেন্টই হবে ছয়টি জোনে। সেন্ট্রাল, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট ও নর্থ ইস্ট জোনে খেলা হবে। আগামী ১ অক্টোবর ইরানি ট্রফি শুরু হবে। সৌরাষ্ট্র মুখোমুখি হবে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে।
এরপরই হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি। ২০২৩ সালের ১৬ অক্টােবর থেকে শুরু হবে টুর্নামেন্ট ও চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি শুরু হবে জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে চলবে মার্চের ১৪ তারিখ পর্যন্ত। পাঁচটি গ্রুপে ভাগ হয়ে মোট ৩৮ ম্যাচ খেলা হবে। চারটি এলিট গ্রুপে মোট ৮টি করে দল থাকবে। প্লেট গ্রুপে ৬টি দল থাকবে।
মহিলাদের ঘরোয়া ক্রিকেটের মরসুম শুরু হবে অক্টোবরের ১৯ তারিখ থেকে। চলবে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত। এরপর সিনিয়র উইমেন্স জোনাল ট্রফি শুরু হবে নভেম্বরের ২৪ তারিখ থেকে। চলবে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত।
রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের পরই ইডেনের ড্রেসিংরুমে দাঁড়িয়ে দলকে 'নিজেদের ওপর আস্থা' রাখার বার্তা দিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। রিঙ্কু সিংহকে (Rinku Singh) 'বেবি' বলে আদরের ডাক দিয়ে গাইয়েছিলেন গান। আর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কুর অবিশ্বাস্য ব্যাটিংয়ে সুবাদে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জয়ের পর তাঁকে 'পাঠান' বানালেন এসআরকে (SRK)।
বক্স অফিসে সুপার-ডুপার হিট পাঠান (Pathan) সিনেমার সুবাদে কিং খান নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন। যে সিনেমার অন্যতম ভাইরাল গান 'ঝুমে জো পাঠান'-এর শব্দ বদলে শাহরুখ লিখেছেন 'ঝুমে জো রিঙ্কু'। পাঠান ছবির পোস্টারে তাঁর মুখের বদলে রিঙ্কুর মুখ বসিয়ে ছবি পোস্ট করেছেন শাহরুখ। সঙ্গে তিনি লেখেন, 'ঝুমে জো রিঙ্কু। আমার বেবি রিঙ্কু, নীতীশ, ভেঙ্কটেস ইউ বিউটিজ। মনে রেখো, বিশ্বাস রাখ নিজেদের ওপর। শুভেচ্ছা কেকেআর। ভেঙ্কি স্যার হৃদয়ের খেয়াল রাখুন।'