Vijay Merchant Trophy: মোদির রাজ্যে বড় সাফল্য বাংলার খুদে ক্রিকেটারদের, পৌঁছল বিজয় মার্চেন্ট ট্রফির শেষ আটে
BCCI: প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় বাংলাই গেল পরে রাউন্ডে।তবে কোয়ার্টার ফাইনালে বাংলার ছেলেদের সামনে কঠিন লড়াই। কারণ, শেষ আটের ম্যাচে বাংলার প্রতিপক্ষ মুম্বই।
আনন্দ: রান করেছেন ব্যাটাররা। উইকেট তুলেছেন বোলাররা। দুইয়ের মিশেলে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আয়োজিত বিজয় মার্চেন্ট ট্রফির (Vijay Merchant Trophy) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলার অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল।
গুজরাতের আনন্দে বাংলা বনাম রাজস্থান প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। তবে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় বাংলাই গেল পরে রাউন্ডে। তবে কোয়ার্টার ফাইনালে বাংলার ছেলেদের সামনে কঠিন লড়াই। কারণ, শেষ আটের ম্যাচে বাংলার প্রতিপক্ষ মুম্বই।
বাংলার হয়ে ব্যাট হাতে সফল আত্মজ মণ্ডল ও অধিনায়ক সচিন যাদব। আত্মজ ১৪৭ রান করে। অধিনায়ক সচিন ব্যাটে ১৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫৯ রান খরচ করে নেয় ২ উইকেট। এছড়া বাংলার হয়ে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স অরিত্র চক্রবর্তী (প্রথম ইনিসে ৮৭ রানে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১৪ রানে ২ উইকেট), সায়ন পাল (৬৪ রানে ৩ উইকেট) ও আকাশ তরফদার (১৮ রানে ২ উইকেট)।
প্রথম ইনিংসে রাজস্থানকে মাত্র ২৯১ রানে গুটিয়ে দেয় বাংলা । জবাবে প্রথম ইনিংসে ৫৫৩ রানের বিশাল ইনিংস গড়ে বাংলা । বাংলার সামনে সরাসরি জয়ের সুযোগ ছিল । দ্বিতীয় ইনিংসে রাজস্থান ১২০/৭ হয়ে গিয়েছিল । তখনই ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলা পৌঁছে গেল শেষ আটে ।
মহিলাদের ক্রিকেটেও বাংলার জয়
অনূর্ধ্ব ১৬ ছেলেরা যেদিন কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল, সেদিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব ২৩ টি-২০ ট্রফিতে হরিয়ানাকে (Bengal vs Haryana) ৪ উইকেটে হারিয়ে দিল বাংলার মহিলা ক্রিকেট দল ।
সোমবার রায়পুরে হরিয়ানার মুখোমুখি হয়েছিল বাংলা । প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০১/৮ স্কোর করে হরিয়ানা । বাংলার হয়ে বল হাতে ২ উইকেট সুজাতা দে-র (Sujata Dey) একটি করে উইকেট পান ঝুম্পা রায় (Jhumpa Roy), সুস্মিতা গঙ্গোপাধ্যায় (Sushmita Ganguly), শ্রেয়া কাঁড়ার (Shreya Karar) ।
রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে, ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ বাংলার । স্নেহা গুপ্ত ৩১ রান করেন। ২০ রান দ্যুতি পালের ।
আরও পড়ুন: তাঁর হাত ধরেই দৌড় শুরু চাকদহ এক্সপ্রেসের, প্রয়াত স্বপ্নন সাধু, শোকে বিহ্বল কিংবদন্তি ঝুলন