BCCI: নিয়মিত টেস্ট খেললে মিলবে বোনাস! ঈশান, শ্রেয়সদের সিদ্ধান্তের জেরেই কি বোর্ডের নতুন সিদ্ধান্ত?
Indian Cricket Team: বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ান ডের জন্য ছয় লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য তিন লক্ষ টাকা করে পান।
মুম্বই: দিনকয়েক আগেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের লাগাতার বলা সত্ত্বেও ঈশান কিষাণ রঞ্জি ট্রফির ম্যাচ খেলায় আগ্রহ দেখাননি। জয় শাহের নোটিসের পরেও শ্রেয়স আইয়ার চোটের দোহাই দিয়ে মুম্বইয়ের রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। শ্রেয়সের অবশ্য কোনও চোটই নেই বলে দাবি করেছিলেন জাতীয় অ্যাকাডেমির মেডিক্যাল বিভাগের প্রধান। এমনকী রোহিত শর্মাও খেলোয়াড়দের আইপিএল নিয়ে বাড়তি মাতামাতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এই জিনিস বন্ধ করতেই বিসিসিআইয়ের (BCCI) তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী নিয়মিত টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য বোনাস চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ান ডের জন্য ছয় লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য তিন লক্ষ টাকা করে পান। এই টাকা তো ক্রিকেটাররা পাবেনই, উল্টে উপরি অর্থ তাঁদেরকে দেওয়া হতে পারে রিপোর্ট দাবি করা হচ্ছে। এক বছরে কোনও ক্রিকেটার যদি সব টেস্ট সিরিজ় খেলতে পারেন, তাহলে তাঁকে এই উপরি দেওয়া হবে বলেই খবর।
ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে ঈশান কিষাণ টিম ম্যানেজমেন্টের পরামর্শ উপেক্ষা করে আইপিএলের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পরেই টেস্ট ক্রিকেটারদের জন্য এই বোনাসের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। বোর্ডের কর্মকর্তারা আশাবাদী এই উপরি টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমানায় তরুণদের লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী করে তুলবে। যদি প্রস্তাব সম্মতি পায়, তাহলে ২০২৪ আইপিএলের পর থেকে তা লাগু করা হবে।
প্রসঙ্গত, খেলোয়াড়দের টেস্ট খেলার অনীহা প্রসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের পাঁচ উইকেটে জয়ের পর রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, 'দেখুন, কাদের টেস্ট ম্যাচ খেলার খিদে নেই দেখেই বোঝা যায়। তাদের খেলিয়ে কী লাভ?' রোহিতের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। বলা হচ্ছে, শ্রেয়স-ঈশানদের মতো ক্রিকেটারদের উদ্দেশে কড়া বার্তা দিলেন হিটম্যান। এর পাশাপাশি বিসিসিআইয়ের তরফেও আইপিএল খেলা খেলোয়াড়দের ফিট থাকলে ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হতে পারে বলেও কিন্তু শোনা যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ১০ ও ১১ নম্বরে ব্যাটে নেমে তুষার-তনুষের শতরান, রঞ্জিতে সর্বকালীন রেকর্ড দেশপাণ্ডের