Bengal Cricket: চারশোর কাছাকাছি রান তাড়া করে জয়, মেয়েদের ক্রিকেটে বিশ্বরেকর্ড বাংলার মেয়েদের
Bengal Womens Cricket Record: ম্য়াচের সেরা নির্বাচিত হন তনুশ্রী সরকার। অলরাউন্ড পারফরম্য়ান্সের জন্য় তাঁকে ম্য়াচের সেরা বেছে নেওয়া হয়েছে। বল হাতে ৫৬ রানের বিনিময়ে তিনি ৩ উইকেট নিয়েছেন।
কলকাতা: মহিলা ক্রিকেটে এমনটা আগে কখনও হয়নি। ঘরােয়া ক্রিকেট হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক। চারশোর কাছাকাছি রান তাড়া করে জয়। এমনটাই সম্ভব নাকি! হ্যাঁ, সেই অসম্ভবকেই সম্ভব করে দেখাল বাংলার সিনিয়র মেয়েরা। মেয়েদের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা দল। সেখানেই চারশোর কাছাকাছি রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলার মেয়েরা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটে হরিয়ানাকে হারিয়ে সেমিতে জায়গা পাকা করল তারা।
লক্ষ্য ছিল ৩৯০। যা পাঁচ বল বাকি থাকতেই তুলে নেয় বাংলা মহিলা ক্রিকেট দল। এত বড় রান তাড়া করে মেয়েদের লিস্ট এ ক্রিকেটে জয় এর আগে কখনও হয়নি। শেষ রেকর্ড ছিল ২০১৯ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। সেখনে ক্যান্টারবারির বিরুদ্ধে ৩০৯ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল বাংলার মেয়েরা।
ম্য়াচের সেরা নির্বাচিত হন তনুশ্রী সরকার। অলরাউন্ড পারফরম্য়ান্সের জন্য় তাঁকে ম্য়াচের সেরা বেছে নেওয়া হয়েছে। বল হাতে ৫৬ রানের বিনিময়ে তিনি ৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ৮৩ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও বাংলার হয়ে ম্য়াচ জেতানো ইনিংস খেলেন প্রিয়ঙ্কা বালা (৮১ বলে ৮৮), ধারা গুজ্জর (৪৯ বলে ৬৯), ষষ্ঠী মণ্ডল (২৯ বলে ৫২), প্রতিভা রানা (২৬ বলে ২৮), মিতা পাল ১২ রান করেন ও ১টি উইকেটও নেন।
হরিয়ানার হয়ে ক্যাপ্টেন শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রানের ইনিংস খেলেন। যার জন্য প্রথমে ব্যাট করতে নেমে হরিয়ানা ৩৮৯ রান বোর্ডে তুলে নিয়েছিল। কিন্তু বাংলার ক্রিকেটারদের সম্মিলিত প্রয়াসে জয় ছিনিয়ে নেয় বাংলা মহিলা ক্রিকেট দল।
ম্য়াচের পর বাংলার হেডকোচ প্রবাল দত্ত বলেন, ''ম্য়াচের আগে আমি মেয়েদের বলেছিলাম যে পিচ ব্যাটিং ফ্রেন্ডলি। তাই কেউ যেন ঘাবড়ে না যায়। এদিন ম্য়াচের বিরতির সময় আমি সবাইকে বলেছিলাম নিজেদের ওপর বিশ্বাস রাখতে। এত বড় রান হলেও আমরা ঠিক সেই রান তাড়া করতে পারব। এটা দুর্দান্ত একটা জয়। এত বড় রান তাড়া করে জয় সত্যিই দুর্দান্ত অনুভূতি।''
মহিলা ক্রিকেটের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী বলেন, ''এটা দারুণ জয়। এত বড় রান তাড়া করা অসাধারণ কৃতিত্বের পরিচয়। মেয়েরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল।''