Bengal Pro T20: চূড়ান্ত বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টের সূচি, থাকছে DRS! কবে শুরু? কোথায় হবে খেলা?
CAB News: ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টও স্থগিত করার কথা ঘোষণা করেছিল সিএবি। অবশেষে কয়েকদিন পিছিয়ে নতুন করে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হল।

সন্দীপ সরকার, কলকাতা: প্রকাশিত হল বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20) পূর্ণাঙ্গ সূচি। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আচমকা স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। প্রায় দশদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে আইপিএল। ৩ জুন হবে আইপিএলের ফাইনাল। যেটা এক সময় হওয়ার কথা ছিল ইডেনে। তবে পরিবর্তিত সূচিতে ফাইনাল হবে আমদাবাদে।
ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টও স্থগিত করার কথা ঘোষণা করেছিল সিএবি। অবশেষে কয়েকদিন পিছিয়ে নতুন করে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হল। ১১ জুন, বুধবার শুরু হচ্ছে পুরুষদের টুর্নামেন্ট। সেদিনই ইডেন গার্ডেন্সে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করার কথা সুনীধি চৌহানের। ফাইনাল ২৮ জুন ইডেনেই। মহিলাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে ১২ জুন। ফাইনাল ২৮ জুন। মহিলাদের সব ম্যাচ হবে সল্ট লেকে যাদবপুর মাঠে। ফাইনাল হবে ইডেনে।
বেঙ্গল প্রো টি-২০ লিগে আম্পায়ারিংয়ের মান আরও উন্নত করতে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছিল। ডিআরএস ব্যবহার নিয়েও সিএবির একাংশ সংশয়ে ছিল। আংশিক ডিআরএস ব্যবহার করায় মত ছিল না কর্তাদেরও। যে খবর প্রকাশিত হয়েছিল এবিপি আনন্দে। তারপরই নড়েচড়ে বসে সিএবি। অবশেষে হক আই, স্নিকোমিটার সহ পূর্ণাঙ্গ ডিআরএস ব্যবহার করার ব্যাপারে প্রাথমিকভাবে সিন্ধান্ত নেওয়া হয়েছে।
পুরুষদের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি
| ম্যাচ | মাঠ | তারিখ | সময় | মুখোমুখি |
| ১ | ইডেন গার্ডেন্স | ১১ জুন, বুধবার | রাত ৮টা | মালদা vs মুর্শিদাবাদ |
| ২ | ইডেন গার্ডেন্স | ১২ জুন, বৃহস্পতিবার | দুপুর ১টা | মেদিনীপুর vs কলকাতা |
| ৩ | ইডেন গার্ডেন্স | ১২ জুন, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা | হাওড়া vs শিলিগুড়ি |
| ৪ | ইডেন গার্ডেন্স | ১৩ জুন, শুক্রবার | দুপুর ১টা | রাঢ় টাইগার্স vs মালদা |
| ৫ | ইডেন গার্ডেন্স | ১৩ জুন, শুক্রবার | সন্ধ্যা ৭টা | মুর্শিদাবাদ vs হারবার ডায়মন্ডস |
| ৬ | ইডেন গার্ডেন্স | ১৪ জুন, শনিবার | দুপুর ১টা | কলকাতা vs হাওড়া |
| ৭ | ইডেন গার্ডেন্স | ১৪ জুন, শনিবার | সন্ধ্যা ৭টা | শিলিগুড়ি vs মেদিনীপুর |
| ৮ | ইডেন গার্ডেন্স | ১৫ জুন, রবিবার | দুপুর ১টা | হারবার ডায়মন্ডস vs মালদা |
| ৯ | ইডেন গার্ডেন্স | ১৫ জুন, রবিবার | সন্ধ্যা ৭টা | মুর্শিদাবাদ vs রাঢ় টাইগার্স |
| ১০ | ইডেন গার্ডেন্স | ১৬ জুন, সোমবার | দুপুর ১টা | কলকাতা vs শিলিগুড়ি |
| ১১ | ইডেন গার্ডেন্স | ১৬ জুন, সোমবার | সন্ধ্যা ৭টা | মেদিনীপুর vs হাওড়া |
| ১২ | ইডেন গার্ডেন্স | ১৭ জুন, মঙ্গলবার | দুপুর ১টা | মালদা vs শিলিগুড়ি |
| ১৩ | ইডেন গার্ডেন্স | ১৭ জুন, মঙ্গলবার | সন্ধ্যা ৭টা | হাওড়া vs মুর্শিদাবাদ |
| ১৪ | ইডেন গার্ডেন্স | ১৮ জুন, বুধবার | দুপুর ১টা | রাঢ় টাইগার্স vs মেদিনীপুর |
| ১৫ | ইডেন গার্ডেন্স | ১৮ জুন, বুধবার | সন্ধ্যা ৭টা | হারবার ডায়মন্ডস vs কলকাতা |
| ১৬ | ইডেন গার্ডেন্স | ১৯ জুন, বৃহস্পতিবার | দুপুর ১টা | শিলিগুড়ি vs মুর্শিদাবাদ |
| ১৭ | ইডেন গার্ডেন্স | ১৯ জুন, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা | মেদিনীপুর vs হারবার ডায়মন্ডস |
| ১৮ | ইডেন গার্ডেন্স | ২০ জুন, শুক্রবার | দুপুর ১টা | মালদা vs হাওড়া |
| ১৯ | ইডেন গার্ডেন্স | ২০ জুন, শুক্রবার | সন্ধ্যা ৭টা | কলকাতা vs রাঢ় টাইগার্স |
| ২০ | ইডেন গার্ডেন্স | ২১ জুন, শনিবার | দুপুর ১টা | শিলিগুড়ি vs হারবার ডায়মন্ডস |
| ২১ | ইডেন গার্ডেন্স | ২১ জুন, শনিবার | সন্ধ্যা ৭টা | কলকাতা vs মালদা |
| ২২ | ইডেন গার্ডেন্স | ২২ জুন, রবিবার | দুপুর ১টা | মুর্শিদাবাদ vs মেদিনীপুর |
| ২৩ | ইডেন গার্ডেন্স | ২২ জুন, রবিবার | সন্ধ্যা ৭টা | হাওড়া vs রাঢ় টাইগার্স |
| ২৪ | ইডেন গার্ডেন্স | ২৩ জুন, সোমবার | দুপুর ১টা | মুর্শিদাবাদ vs কলকাতা |
| ২৫ | ইডেন গার্ডেন্স | ২৩ জুন, সোমবার | সন্ধ্যা ৭টা | রাঢ় টাইগার্স vs শিলিগুড়ি |
| ২৬ | ইডেন গার্ডেন্স | ২৪ জুন, মঙ্গলবার | দুপুর ১টা | হারবার ডায়মন্ডস vs হাওড়া |
| ২৭ | ইডেন গার্ডেন্স | ২৪ জুন, মঙ্গলবার | সন্ধ্যা ৭টা | মালদা vs মেদিনীপুর |
| ২৮ | ইডেন গার্ডেন্স | ২৫ জুন, বুধবার | দুপুর ১টা | হারবার ডায়মন্ডস vs রাঢ় টাইগার্স |
| ২৯ | ইডেন গার্ডেন্স | ২৬ জুন, বৃহস্পতিবার | দুপুর ১টা | সেমিফাইনাল ১ |
| ৩০ | ইডেন গার্ডেন্স | ২৬ জুন, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা | সেমিফাইনাল ২ |
| ৩১ | ইডেন গার্ডেন্স | ২৮ জুন, শনিবার | সন্ধ্যা ৭টা | ফাইনাল |




















