Bengal Cricket: বিজয় মার্চেন্ট ট্রফির প্রি-কোয়ার্টারে বাংলা, স্থানীয় লিগে ডাবল সেঞ্চুরি প্রদুন্যর, নজর কাড়লেন আর কারা?
CAB Cricket: সোমবার সুরাতে পুদুচেরির বিরুদ্ধে বাংলার ম্যাচ ড্র হল। তবে প্রথম ইনিংসের লিড নিয়েছে বাংলা। বাংলার হয়ে এই ম্যাচে সফল দীপক ঘোষ (৭৪ রান), রাজদীপ খান (৬০ রান) ও আকাশ তরফদার (৪ উইকেট)।
কলকাতা: অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির (Vijay Merchant Trophy) প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নক আউটের টিকিট নিশ্চিত করে ফেলল বাংলার খুদেরা। এলিট গ্রুপ ই-তে ৫ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল বাংলা। একটি ম্যাচ জিতেছে বাংলা। ড্র করেছে ৪টি ম্যাচ।
সোমবার সুরাতে পুদুচেরির বিরুদ্ধে বাংলার ম্যাচ ড্র হল। তবে প্রথম ইনিংসের লিড নিয়েছে বাংলা। বাংলার হয়ে এই ম্যাচে সফল দীপক ঘোষ (১০৮ বলে ৭৪ রান), রাজদীপ খান (৬০ রান) ও আকাশ তরফদার (২৭ রানে ৪ উইকেট)। প্রথম ইনিংসে ২৮১ রান তোলার পর পুদুচেরির প্রথম ইনিংস মাত্র ১৪৯ রানে শেষ করে দেয় বাংলা। ম্যাচের শেষ তথা তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে বাংলা ১৩৪/৩ থাকার সময় ম্যাচ অমীমাংসিত ঘোষিত হয়।
দ্বিতীয় ডিভিশনে প্রদুন্যর ডাবল সেঞ্চুরি, রঞ্জনের ৬ উইকেট
সোমবার সিএবির দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম দিন ব্যাটার ও বোলার - উভয়েরই দাপট। প্রথম ম্যাচে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ৪৮৮/৬ তুলল। সৌজন্যে প্রদুন্য সরকারের ডাবল সেঞ্চুরি। ১৪৬ বলে ২০৩ রান করলেন তিনি। জবাবে ন্যাশানল অ্যাথলেটিক ক্লাব প্রথম দিনের শেষে ২৯/০।
অন্য ম্যাচে সিটি এ সি-কে ৭ উইকেটে হারাল ক্রিকেট ক্লাব অফ ভবানীপুর। বল হাতে নায়ক রঞ্জন সাহা। ৪৩ রানে ৬ উইকেট নিলেন তিনি। তালতলা একতা সংঘ তুলল ২৯৯/৮। সৌরভ কুমার প্রসাদ ১০৪ রান করলেন। মেসারার্স ক্লাবের হয়ে ৪৬ রানে ৪ উইকেট অভিনব শর্মার।
ওয়াইএমসিএ (চৌরঙ্গী)-কে ১৭০ রানে অল আউট করে দিল বরানগর স্পোর্টিং ক্লাব। সমাদৃত বিশ্বাস ৩৭ রানে ৫ উইকেট নিলেন। সূরয কর্মকারের ৪ উইকেট। দিনের শেষে বরানগরের স্কোর ৪৪/৫।
বালক সংঘ তুলল ২৬৪ রান। সালকিয়া ফ্রেন্ডসের হয়ে ইয়াসির ৪টি ও অর্জুন ৩ উইকেট নিয়েছেন। জবাবে সালকিয়ার স্কোর ৩২/০। বিজয় স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে বেঙ্গল স্পোর্টিং ক্লাব তুলল ৩৩৩/৭। স্টার স্পোর্টিং ক্লাব তুলল ৩৩৭। জবাবে সাউথ সাবার্বান ক্লাবের স্কোর ৫/০।
ধীরজ কুমার যাদব ও শিবম বারির ৪টি করে উইকেট। গ্রিয়ার স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে হারাল হাই কোর্ট ক্লাবকে।
প্রথম ডিভিশনে নজর কাড়লেন অনীশ, অংশুমান, রোহন
সিএবি প্রথম ডিভিশন ২ দিনের ম্যাচে বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব তুলল ২৯৫ রান। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের অনীশ প্রসাদ ৭২ রানে নিলেন ৫ উইকেট। জবাবে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের স্কোর ২৯/০।
বালিগঞ্জ ইউনাইটেডের বিরুদ্ধে ভূকৈলাস স্পোর্টিং তুলল ৩২৯/৯। সন্দীপ যাদবের ৪ উইকেট। ঐক্য সম্মিলনীকে ৭ উইকেটে হারাল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। ৪ উইকেট রোহন টাঙ্কের।
শিবপুর ইনস্টিটিউটের বিরুদ্ধে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব তুলল ২২৭। জবাবে শিবপুরের স্কোর ৬৪/২। টালিগঞ্জ অগ্রগামীকে ১৭৬ রানে অল আউট করে দিল এরিয়ান ক্লাব। পিন্টুর ৪ উইকেট। জবাবে এরিয়ানের স্কোর ১২৯/২।
কুমারটুলি ইনস্টিটিউট তুলল ১৯৩ রান। আয়ুষ রাজের ৪ উইকেট। জবাবে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন ৪ উইকেটে ১১২ রান তুলেছে।
আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।