Yashasvi Jaiswal: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? কে এই শরফুদ্দৌলা?
India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। যদিও তাঁর কট বিহাইন্ড আউট নিয়ে ঘোরতর সংশয় রয়েছে।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে ভারতকে (India vs Australia) হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের শেষ দিন ফলাফল ছাপিয়েও উঠে আসছে একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল চর্চা।
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। যদিও তাঁর কট বিহাইন্ড আউট নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। স্নিকোমিটারে কোনও নির্দিষ্ট সূত্র না মেলার পরেও তৃতীয় আম্পায়ার জয়সওয়ালকে আউট ঘোষণা করেন।
তারপর থেকেই জোর চর্চা তৃতীয় আম্পায়ারকে নিয়ে। কে ছিলেন মেলবোর্ন টেস্টের টিভি আম্পায়ার? শরফুদ্দৌলা সৈকত (Sharfuddoula Saikat)। ঘটনাচক্রে যিনি বাংলাদেশের। আর তা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ধিক্কারের মুখে শরফুদ্দৌলা। বলাবলি হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে যশস্বীকে ভুল আউট দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার। ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলেই মনে করছেন অনেকে।
ঠিক কী হয়েছিল?
সোমবার মেলবোর্নে তখন ম্যাচ বাঁচাতে লড়াই করছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভারতের পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসেও রান পেয়েছিলেন। ৮২ রান করে রান আউট হয়ে গিয়েছিলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপই যেন মিটিয়ে নেওয়ার দিকে এগোচ্ছিলেন যশস্বী। তিনি তখন ৮৪ রান করে ক্রিজে। প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে মিস করেন যশস্বী। বল জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। কট বিহাইন্ড চেয়ে অস্ট্রেলিয়ার জোরাল আবেদন নাকচ করে দেন মাঠের আম্পায়ার।
কামিন্স তখন ডিআরএস নেন। তৃতীয় আম্পায়ার ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা। স্নিকোমিটারে দেখা যায়, বল ও ব্যাটের স্পর্শের কোনও স্পষ্ট ছাপ নেই। তবু গোটা গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে শরফুদ্দৌলা জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। যা দেখে মেজাজ হারান ধারাভাষ্যকার সুনীল গাওস্করও। যশস্বীও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান। ম্যাচের রং পাল্টে যায় তারপর থেকেই।
কে এই শরফুদ্দৌলা সৈকত?
১৯৭৬ সালের ১৬ অক্টোবর ঢাকায় জন্ম। স্বপ্ন দেখতেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার। তবে প্রথম শ্রেণির ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল তাঁর কেরিয়ার। বাঁহাতি স্পিনার ছিলেন। ২০০০-২০০১ সালের মধ্যে ঢাকা মেট্রোপলিসের হয়ে ১০টি ম্যাচ খেলেন। ৩১টি উইকেট নেন। সাদামাটা কেরিয়ারের শেষে আম্পায়ারিংয়ে আসেন।