Bengal vs Punjab: বোলিংয়ে বড় ধাক্কা বাংলার, পাঞ্জাবের বিরুদ্ধে ফিরছেন সুদীপ, অলৌকিকের প্রার্থনা ইডেনে
Ranji Trophy: একাদশে সুযোগ পেতে পারেন ইস্টবেঙ্গল ক্লাবে খেলা ডানহাতি জোরে বোলার সুমিত মোহান্ত। তিনি সম্ভবত বাংলার জার্সিতে অভিষেক ঘটাবেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে বিশাল ভাটির।
![Bengal vs Punjab: বোলিংয়ে বড় ধাক্কা বাংলার, পাঞ্জাবের বিরুদ্ধে ফিরছেন সুদীপ, অলৌকিকের প্রার্থনা ইডেনে Bengal vs Punjab Ranji Trophy Match Mukesh Kumar injured two cricketers likely to debut Sudip Chatterjee fit to play at Eden Gardens Bengal vs Punjab: বোলিংয়ে বড় ধাক্কা বাংলার, পাঞ্জাবের বিরুদ্ধে ফিরছেন সুদীপ, অলৌকিকের প্রার্থনা ইডেনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/443ad4bb60e83623f18d21e315783e19173813847160150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জোরাল ধাক্কা খেল বাংলা। ঘাড়ের চোটের জন্য ছিটকে গেলেন দলের তারকা পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। ইডেনে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্যাচে খেলতে পারবেন না ডানহাতি জোরে বোলার।
মুকেশের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ইস্টবেঙ্গল ক্লাবে খেলা ডানহাতি জোরে বোলার সুমিত মোহান্ত। তিনি সম্ভবত বাংলার জার্সিতে অভিষেক ঘটাবেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে বিশাল ভাটির। কল্যাণীতে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচেই তাঁকে খেলানো হবে বলে প্রাথমিকভাবে ভেবেছিল বাংলার টিম ম্যানেজমেন্ট। পরে পরিবেশ-পরিস্থিতির জন্য শেষ মুহূর্তে সেই পরিকল্পনা পাল্টাতে হয়েছিল। অভিষেক হয়েছিল ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায়ের। ইডেনে বিশালের অভিষেক ঘটতে চলেছে বলেই জানা গেল বাংলার টিম ম্যানেজমেন্ট সূত্রে।
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফের পাল্টে যেতে চলেছে বাংলার ওপেনিং জুটি। আগের ম্যাচে ওপেনার হিসাবে খেলানো হয়েছিল ঋত্বিক চট্টোপাধ্যায়কে। তবে দুই ইনিংসেই তিনি ব্যাট হাতে ব্যর্থ হন। ইডেনে একাদশ থেকে বাদ পড়তে চলেছেন ঋত্বিক।
বাংলা শিবিরে স্বস্তি বলতে, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট সুদীপ চট্টোপাধ্যায়। তিনি পাঞ্জাবের বিরুদ্ধে একাদশে ফিরছেন। অঙ্কিতের সঙ্গে ইনিংস ওপেন করবেন সুদীপই। একটা সময় অভিষেক পোড়েলের সুস্থতা নিয়ে প্রশ্ন ছিল। শোনা যাচ্ছিল, জ্বর হয়েছে চন্দননগরের ক্রিকেটারের। তবে অভিষেকও ফিট। বুধবার ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন বাঁহাতি ব্যাটার।
এই ম্যাচ ঋদ্ধিমান সাহার শেষ ম্যাচ হতে পারে। ঋদ্ধি আগেই জানিয়েছিলেন যে, এবারের রঞ্জি ট্রফি খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। বাংলার পরের পর্বে যাওয়ার সম্ভাবনা ভীষণই ক্ষীণ। আর সেক্ষেত্রে পাঞ্জাব ম্যাচই হতে পারে ঋদ্ধিমানের শেষ ম্যাচ।
নক আউট পর্বে উঠতে বাংলার প্রয়োজন অলৌকিক কিছু। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট বাংলার। অনুষ্টুপের বাংলাকে পাঞ্জাবের বিরুদ্ধে বোনাস পয়েন্ট-সহ জিততেই হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে, বিরাট অঘটন ঘটিয়ে বিহার যেন কেরলকে হারিয়ে দেয়। কর্নাটকও যেন হরিয়ানার কাছে হারে বা ম্যাচ ড্র হয় ও হরিয়ানা প্রথম ইনিংসের লিড নেয়।
সেক্ষেত্রে রঞ্জি ট্রফির গ্রুপ সি-তে বাংলা ও কেরল - দুই দলেরই পয়েন্ট হবে ২১। ১৯ বা ২০ পয়েন্টে আটকে যাবে কর্নাটক। গ্রুপে দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হয় নিজেদের মধ্যে ম্যাচে কারা জিতেছিল বা প্রথম ইনিংসের লিড নিয়েছিল। কিন্তু বাংলা বনাম কেরল ম্যাচের একটি করে ইনিংসও শেষ হয়নি। সল্ট লেকের সেই ম্যাচ থেকে ১ পয়েন্ট করে পেয়েছিল দুই দল। তাই সেই ম্যাচ থেকে কিছুই নির্ধারিত হবে না।
সেক্ষেত্রে দেখা হবে কোন দল গ্রুপে সরাসরি বেশি ম্যাচ জিতেছে। কেরল বিহারের কাছে হেরে গেলে ২টি সরাসরি জয়ে আটকে যাবে। বাংলা পাঞ্জাবকে হারালে ২টি জয় ছিনিয়ে নেবে। সেই হিসাবেও হবে না মীমাংসা। তখন দেখা হবে রান রেট।
পাঞ্জাবের বিরুদ্ধে বোনাস পয়েন্ট-সহ জিতে কেরলের চেয়ে রান রেট বেশি রাখতে পারলে, বাংলার কপাল ও নক আউটের দরজা - দুই-ই খুলে যেতে পারে।
আরও পড়ুন: চড়া দামে টিকিট কেটেও এমন হয়রানি! ভারত-ইংল্যান্ড ম্যাচের পরই বিস্ফোরক তারকা ক্রিকেটারের দিদি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)