India vs England: চড়া দামে টিকিট কেটেও এমন হয়রানি! ভারত-ইংল্যান্ড ম্যাচের পরই বিস্ফোরক তারকা ক্রিকেটারের দিদি
Naina Jadeja: রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ম্যাচের পর এই বিস্ফোরক অভিযোগ করেছেন টিম ইন্ডিয়ার এক তারকা ক্রিকেটারের পরিবারের সদস্য।

সন্দীপ সরকার, কলকাতা: টিকিট অগ্নিমূল্য। অথচ পরিষেবা? কার্যত শূন্য! চড়া দামে টিকিট বিক্রি করলেও দর্শক স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে শুধু আখেড়ে গুছিয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার কর্তারা।
কোনও সাধারণ দর্শক এরকম অভিযোগ তুললে না হয় মানা যেত। কারণ, ভারতীয় খেলাধুলোয় এরকম অভিযোগ বিরল কিংবা ব্যতিক্রমী নয়।
কিন্তু রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ম্যাচের পর এই বিস্ফোরক অভিযোগ করেছেন টিম ইন্ডিয়ার এক তারকা ক্রিকেটারের পরিবারের সদস্য।
নয়না জাডেজা। পরিচয় করিয়ে দেওয়া যাক, নয়না ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দিদি। জাডেজাকে ক্রিকেটার গড়ে তোলার নেপথ্যে যাঁর অবদান রয়েছে।
ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জাডেজা। মঙ্গলবার রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ শেষ হওয়ার পরই বোমা ফাটালেন জাডেজার দিদি নয়না। তাঁর অভিযোগ, চড়া দামে ম্যাচের টিকিট বিক্রি করলেও দর্শক স্বাচ্ছন্দ্যের কথা একেবারেই ভাবেননি সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার কর্তারা। বরং শুধু নিজেদের রোজগারেই মন দিয়েছেন। আর ম্যাচ দেখতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের।
কী রকম অব্যবস্থা চোখে পড়ল যে, এত ক্ষুব্ধ? ভারত-ইংল্যান্ড ম্যাচের পরের দিন সকালে রাজকোট থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে নয়না বললেন, 'ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ম্যাচের টিকিটের দাম এত চড়া রাখা হয়েছিল। অথচ দর্শক স্বাচ্ছন্দ্যের দিকে সামান্যতম নজরও দেননি ক্রিকেট কর্তারা। স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় দর্শকাসন এতই নোংরা ছিল যে, বসার অবস্থাই ছিল না। পাখির বিষ্ঠা থেকে শুরু করে আবর্জনা স্টেডিয়ামের বেশিরভাগ আসনে। খুঁজলে সোশ্যাল মিডিয়াতেই সেই ছবি দেখতে পাবেন। কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে পুরো স্টেডিয়াম সাফ করাই দস্তুর। কিন্তু রাজকোটে সেটা হয়নি। ফলে প্রচুর টাকা খরচ করে টিকিট কেটে ম্যাচ দেখতে গিয়ে জঘন্য অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটপ্রেমীদের।'
নয়নার অভিযোগ, শৌচালয় থেকে শুরু করে খাবারের স্টল নিয়েও ছিল চূড়ান্ত অব্যবস্থা। নয়না বলছেন, 'শৌচালয়ে জল ছিল না। অপরিষ্কার ছিল। খাবার অত্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে। এ নিয়ে কোনও নজরদারি ছিল না ক্রিকেট কর্তাদের।'
আরও পড়ুন: ব্যাটিং রোগ সারাতে ঘরোয়া ক্রিকেটে নতুন ওষুধ নিয়ে প্রস্তুতি শুরু কোহলির
খোঁজ নিয়ে জানা গেল, রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৫০০ টাকা। প্যাভিলিয়নের উল্টো দিকে সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। নর্থ স্ট্যান্ডের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৮০০ টাকা, টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২ হাজার টাকা। ওয়েস্ট স্ট্যান্ডের লোয়ার টিয়ারের টিকিটের দাম ছিল ১০০০ থেকে ২৫০০ টাকা। ওয়েস্ট স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম ছিল দেড় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। ইস্ট স্ট্যান্ড লোয়ার টিয়ারের টিকিটের দাম ছিল ২০০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত। ইস্ট স্ট্যান্ড আপার টিয়ারের টিকিটের দাম ছিল ৩০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত। সর্বোচ্চ টিকিটের দাম ছিল ১৫ হাজার টাকা!
নয়না বলছেন, 'এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে খুব খারাপ বিজ্ঞাপন। স্থানীয় বাসিন্দা হিসাবে আমি লজ্জিত। কত বাচ্চা ছেলেমেয়েরা খেলা দেখতে আসে। মহিলা, বয়স্করা আসেন। এত উৎসাহ নিয়ে ম্যাচ দেখতে মাঠে এসে এমন বিশ্রী অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে চাইবেন না কেউই।'
আরও পড়ুন: সৌরভের এই কীর্তি বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই, রেকর্ড ভেঙে দেবেন হার্দিক?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
