Virat Kohli: 'সোশ্যাল মিডিয়ায় সবাই ক্রিকেট বোদ্ধা নয়', বিরাটের সমর্থনে মন্তব্য প্রাক্তন বিশ্বজয়ীর
IND vs AUS: পারথেই শতরান এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড কোনও দেশেই শতরান হাঁকাতে পারেননি কিং কোহলি।
পারথ: দীর্ঘ ১৬ মাস পরে সেঞ্চুরি। হাজারো সমালোচনার জবাব। পারথের ২২ গজে সেঞ্চুরি হাঁকিয়েই বিরাটের সেই স্বভাবোচিত হাত দুটো ওপরে তুলে হেটমেট খুলে সেলিব্রেশন। স্ত্রী অনুষ্কা শর্মার দিকে চেনা ভঙ্গিতে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক টেস্ট শতরান হাঁকানোর তালিকায় সবার ওপরে এখন কিং কোহলি। অনেকেই বলেছিলেন যে এবার টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সময় এসেছে, কিন্ত তিনি জবাব দিয়েছেন শতরান হাঁকিয়েই। এবার প্রাক্তন ক্রিকেটার মদন লালও প্রাক্তন ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হলেন।
সামলােচকদের সবার মুখ সবসময় বন্ধ করা সম্ভব নয় বলেও বিরাটের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার। মদন লাল বলেন, ''সোশ্যাল মিডিয়ায় সবাই ক্রিকেট বোদ্ধা হয় না। গত ১০-১৫ বছর ধরে যে মানুষটা টানা পারফর্ম করে এসেছে, কীভাবে সেই প্লেয়ারের বিষয়ে এভাবে সমালোচনা করা হচ্ছিল, তা সত্যিই ভাবা যায় না। সব ম্য়াচে পারফর্ম করা কোনও প্লেয়ারের পক্ষেই সম্ভব নয়।'' মদন লাল আরও বলেন, ''ওঁ একটা স্ট্যান্ডার্ড সেট করেছে ক্রিকেটে। ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেও এসেছে। তাই সমর্থকদেরও বুঝতে হয়। কখনও কখনও একটা খারাপ শট খেলা মানেই এই নয় যে, সেই ব্যাটারের ফর্ম খারাপ। তাঁকেও সময় দিতে হয়।''
সেনা কান্ট্রিতে ২০১৮ সালে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। পারথেই শতরান এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড কোনও দেশেই শতরান হাঁকাতে পারেননি কিং কোহলি। ২০২৪ সালে এসে ফের সেই পারথেই সেঞ্চুরি হাঁকালেন কোহলি।
এদিকে, পারথ টেস্ট জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৫ ম্য়াচের মধ্যে ৯টি জয় ও পাঁচটি ম্য়াচে হার নিয়ে মোট ৬১.১১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেছে ভারত। এদিকে, পারথে হারের পরই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ১৩ ম্য়াচে জয়ের শতকরা হার ৫৭.৬৯ তাদের। আট ম্য়াচে জয় ও বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্ট হারের পর হারের সংখ্যাটা দাঁড়াল ৪টে। পারথ টেস্টের দেওয়াল লিখন মোটামুটি লেখা হয়ে গিয়েছিল রবিবারই। ভারতের জন্য় জয় যে সময়ের অপেক্ষা, তা নিশ্চিত ছিলই। তৃতীয় দিনে পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে মাত্র ১২ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুঁইয়ে বসেছিল অজি শিবির। চতুর্থ দিনে প্রথম দুটো সেশনেই জয় ছিনিয়ে নেয় ভারত।