Border-Gavaskar Trophy: ধর্মশালা নয়, ইনদওরে হবে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট
Border-Gavaskar Trophy 2023: গত ফেব্রুয়ারিতে ধর্মশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।
ইন্দোর: আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হয়েছিল। ইন্দোর ছাড়াও ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লখ্য, গত ফেব্রুয়ারিতে ধরমশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।
সোয়েপসনের বদলে কুনহেমান
নাগপুরের প্রথম টেস্টে সোয়েপসন অস্ট্রেলিয়ার একাদশে সুযোগ পাননি। দেশে তাঁর স্ত্রী সন্তানসম্ভাবা। তাই এই সময় স্ত্রীর পাশে থাকতেই দেশে উড়ে যাচ্ছেন সোয়েপসন। তাঁর বদলেই দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার কুনহেমান। তাঁকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হচ্ছে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টে অজিরা দলে বাড়তি স্পিনার খেলাতে পারে। সেক্ষেত্রে কুনহেমানের দলে সুযোগ পাওয়ার একটা সুযোগ রয়েছে বটে। তবে তাঁর সঙ্গে একাদশে সুযোগ পাওয়ার লড়াইয়ে রয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগরও।
ফিরবেন স্টার্করা?
শামির সাহায্যে পাক তারকা
টেস্টের প্রথম দিন তাঁর বলে ডেভিড ওয়ার্নারের (David Warner) স্টাম্প ছিটকে যাওয়ার ছবি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সেরা দৃশ্য হয়ে রয়েছে। সেই মহম্মদ শামি (Mohammed Shami) ছন্দ ফিরে পেতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সাহায্য নিয়েছিলেন! প্রাক্তন পাক অলরাউন্ডার আজহার মাহমুদ জানিয়েছেন, একটা সময়ে শামির সিম পজিশন নিয়ে সমস্যা ছিল। আজহার মাহমুদকে নাকি বিষয়টি নিয়ে মেসেজও করেছিলেন শামি!
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ মহম্মদ শামি। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতেও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে ৬০টি টেস্ট খেলে তিনি ইতিমধ্যেই নিয়েছেন ২১৬টি উইকেট। আইপিএলে বর্তমানে খেলছেন গুজরাত টাইটান্স দলের হয়ে। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলার সময়েই ড্রেসিংরুমে একসঙ্গে সময় কাটিয়েছিলেন আজহার মাহমুদের সঙ্গে।