Border-Gavaskar Trophy: 'কঠিনতম চ্যালেঞ্জ'-র মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়ার তরুণদের পেপ-টক দিলেন গম্ভীর, কোহলি
Indian Cricket Team: বুধবার থেকেই গোটা ভারতীয় দল বর্ডার-গাওস্কর ট্রফির জন্য পারথে অনুশীলনে নেমে পড়েছে।
নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ। অজ়িভূমে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ইতিমধ্যেই সিরিজ়ের জন্য পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। বিগত দুই সিরিজ়ে অজ়িভূমে জয় এসেছে টিম ইন্ডিয়ার ঝুলিতেই। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরকেই ভারতের 'কঠিনতম চ্যালেঞ্জ' বলে আখ্য়া দিচ্ছেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।
বুধবার, ১৪ নভেম্বর থেকে টিম ইন্ডিয়া পারথে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের ভারতীয় দলে হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডির মতো বেশ কিছু নবাগত তারকারাও রয়েছেন। সিরিজ় শুরুর আগে সেই তরুণদের উদ্দেশেই বিশেষ বার্তা দেন কোচ গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন নায়ার।
তিনি বলেন, 'এখানে এসে সাফল্য পাওয়াটা ভারতীয় ক্রিকেটারদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। যতদূর মনে পড়ছে গৌতি ভাই (গৌতম গম্ভীর) এখানে অনুশীলন শুরুর আগে সকলের সঙ্গে কথা বলেন। বুমরা, বিরাট, অ্যাশের (অশ্বিন) মতো কিছু সিনিয়র ক্রিকেটাররাও সকলের সঙ্গে কথাবার্তা বলে। কীভাবে তাঁরা যখন তরুণ ছিলেন তখন এখানে সফরে এসেছিল। কীভাবে এই সিরিজ় শেষে তারা উন্নত ক্রিকেটার হিসাবে দেশে ফেরে। এইসব না না বিষয়ে কথা বলে। দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা মাঠের নামার জন্য অধীর আগ্রহে রয়েছে। যারা এই সিরিজ় শেষে নিজেদের নাম হবে বলে আশায় রয়েছে।'
পারথে ২২ নভেম্বর থেকে সিরিজ় শুরু। তার আগে মঙ্গলবার ভারতীয় দলের অপশনাল অনুশীলন ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালরা ছিলেন। তবে বুধবার কোহলি, বুমরাসহ সকলকেই অনুশীলনে দেখা যায়। আর কোহলি অনুশীলনে নামছেন শুনেই সে কী কাণ্ড! অজ়ি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সমর্খথকরা যেই মাত্র জানতে পারেন বিরাট কোহলি অনুশীলন করতে নামছেন, তৎক্ষনাত তাঁরা অনুশীলন সংলগ্ন স্থানের গাছগুলিতে উঠে পড়েন। কেউ কেউ তো কোহলিকে এক ঝলক দেখবেন বলে নিজেরা সঙ্গে করে মই পর্যন্ত নিয়ে এসেছিলেন। এই ঘটনাই কিন্তু প্রমাণ করে দেয় যে, কোহলির ব্যাটে রান থাকুক বা না থাকুক, তার জনপ্রিয়তায় কিন্তু বিন্দুমাত্র খরা পড়েনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ে রঞ্জি ট্রফিতে মরশুমের প্রথম জয়ের স্বপ্ন দেখছে বাংলা