Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতে ভাঙতে পারে একগুচ্ছ রেকর্ড
India vs Australia: এই বর্ডার-গাওস্কর ট্রফিতেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে এক অনন্য রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ভারতীয় তারকা বিরাট কোহলির সামনে।
নাগপুর: আজ, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ শুরু হয়েছে। ব়্যাঙ্কিংয়ের বিচারে দুই শীর্ষস্থানীয় টেস্ট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সিরিজের মাধ্যমেই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। পাশাপাশি বর্ডার-গাওস্কর (Border-Gavaskar Trophy) ট্রফিতে ভাঙতে পারে একাধিক রেকর্ডও।
সচিনকে পিছনে ফেলার হাতছানি
বিরাট কোহলি (Virat Kohli) এই সিরিজে আর ৬৪ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করে ফেলবেন। কোহলি বর্তমানে ৫৪৬ ইনিংসে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ২৪৯৩৬ রান করেছেন। তিনি এই সিরিজে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারলেই দ্রুততম ব্যাটার হিসাবে তা করবেন। আপাতত সচিনের দখলে এই রেকর্ড রয়েছে। ভারতীয় কিংবদন্তি ৫৭৬ ইনিংস খেলে ২৫ হাজার রান আন্তর্জাতিক রান করেছিলেন।
অজিদের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের স্তম্ভ চেতেশ্বর পূজারার রেকর্ড বেশ ভাল। তিনি ৫৪.০৮ গড়ে অজিদের বিরুদ্ধে মোট ১৮৯৩ রান করেছেন। আর ১০৭ রান করতে পারলেই মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে অজিদের বিরুদ্ধে দুই হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করবেন। ভারতের হয়ে এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকর (৩৬৩০), ভিভিএস লক্ষ্মণ (২৪৩৪) ও রাহুল দ্রাবিড়ই (২১৪৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই হাজারের অধিক রান করেছেন।
রেকর্ডের হাতছানি স্পিনারদের সামনে
আর অশ্বিন (Ravichandran Ashwin) ভারতের সর্বকলৈের অন্যতম সেরা স্পিনার। একমাত্র অনিল কুম্বলেই অশ্বিনের থেকে অধিক টেস্ট উইকেট নিয়েছেন। এই সিরিজে আর একটি উইকেট নিতে পারলেই ৪৫০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন অশ্বিন। অপরদিকে, অস্ট্রেলিয়ার তারকা অফস্পিনার ন্যাথন লায়নের সামনেও মাইলফলক গড়ার হাতছানি রয়েছে। লায়ন মোট ৪৬০টি টেস্ট উইকেট নিয়েছেন।
লায়ন এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২২টি টেস্টে ৩৪.৭৫ গড়ে ৯৪টি উইকেট নিয়েছেন। তিনি আর ছয়টি উইকেট নিতে পারলেই প্রথম অস্ট্রেলিয়ান হিসাবে ভারতের বিরুদ্ধে ১০০ টেস্ট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত জেমস অ্যান্ডারসন (৩৫ টেস্টে ২৪.৮৯ গড়ে ১৩৯ উইকেট) ও মুথাইয়া মুরলিধরনই (২২ ম্যাচে ৩২.৬১ গড়ে ১০৫ উইকেট) ভারতের বিরুদ্ধে শতাধিক উইকেট নিয়েছেন। মাত্র তৃতীয় বোলার হিসাবে এই তালিকায় নাম লেখানোর সুযোগ রয়েছে লায়নের সামনে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ভাঙতে স্পিনের চক্রব্যূহ তৈরি করছে ভারত, অশ্বিন-জাডেজার সঙ্গী নিয়ে জল্পনা