Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট চলাকালীনই পারথে পৌঁছলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: গতকালই রাতের বেলায় মুম্বই বিমানবন্দের ক্যামেরাবন্দি হন রোহিত শর্মা।
পারথ: জোরকদমে চলছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট। তবে পারথে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সদ্যই দ্বিতীয়বার বাবা হয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি অধিনায়ক। তবে প্রথম টেস্ট শেষ হওয়ার আগেই তিনি অজ়িভূমে পৌঁছে যাবেন বলে শোনা যাচ্ছিল। সেইমতোই পারথে পৌঁছেও গেলেন রোহিত।
গতকাল রাতেই রোহিত শর্মাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। রোহিতকে ছাড়তে বিমানবন্দরে এসেছিলেন স্ত্রী রীতিকা সাজদেও। অস্ট্রেলিয়াগামী বিমানে উঠার আগে বিমানবন্দরের বাইরেই স্ত্রীকে আলিঙ্গন করতে দেখা যায় রোহিতকে। তিনি রবিবার ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষের আগেই পারথে পৌঁছে গেলেন অধিনায়ক। প্রথম টেস্টের চা বিরতির সময়ই ব্রডকাস্টাররা এক ফুটেজ দেখান যেখানে রোহিতকে পারথে এক গাড়িতে মালপত্র নিয়ে উঠতে দেখা যায়।
🚨: The arrivel of Captain Rohit Sharma in Australia Perth.🥹🥵🔥
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) November 24, 2024
The owner is back @ImRo45 🐐🙇🏼♂️ pic.twitter.com/JcmET7z9bs
শোনা যাচ্ছিল রোহিত মুম্বইতে থাকলেও তিনি কিন্তু অনুশীলন চালিয়ে গিয়েছেন। খবর অনুযায়ী আজ আরসিপিতে অনুশীলন সারেন রোহিত। ৩৭ বছর বয়সি মহাতারকা মুম্বই ক্রিকেট সংস্থা ও আরসিপি, অনুশীলনের জন্য উভয়েরই বিভিন্ন পরিষেবা ব্যবহার করেছেন।
পারথে প্রথম টেস্ট ও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। রবিবারই 'হিটম্যান' টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন। ফলত ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্টে রোহিতকে খেলতে দেখা যাবে বলে আশা করাই যায়। সেই ম্যাচের আগে রোহিতকে অনুশীলন ম্যাচেও খেলতে দেখা যাবে বলে খবর। ভারত 'এ' দলের হয়ে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত। রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, দুইদিনব্যাপী দিন রাতের একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। সেই ম্যাচেই রোহিতের খেলার সম্ভাবনা প্রবল। তবে জল্পনা থাকলেও মহম্মদ শামিকে কিন্তু রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চাপেননি। শামি কবে দলে যোগ দেন, আদৌ দেন কি না, সেটাই দেখার বিষয় এবার।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফিলিপ হিউজ়ের মৃত্যুর এক দশক পার, অস্ট্রেলিয়ান প্রাক্তনীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ